কিইউ তোপে লন্ডভন্ড সাকিবরা


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 12-10-2022

কিইউ তোপে লন্ডভন্ড সাকিবরা

বাংলাদেশ দলের ব্যাটিংয়ে উন্নতি! এটাকে উন্নতি না বলে উপায় কী। নিউজিল্যান্ডের উইকেটে ১৬০ রান করেছে তারা টি-২০ ভার্সানে। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। প্রথম ব্যাটিং করে নিউজিল্যান্ডের করেছিল ২০৮/৫ বাংলাদেশের বোলিং লাইনকে তুচ্ছতাচ্ছিল্য করেই। বলই পরতে দেয়নি উইকেটে। মুহুর্তে বাউন্ডারীর পর বাউন্ডারী। কনওয়ে ফিলিপের মারমুখী ব্যাটিংয়ে ওই রান করেন তারা। ফিলিপ করেন ২৪ বলে ৬০। আর কনওয়ে ৪০ বলে ৬৪। সাইফুদ্দিন ও এবাদত নেন দুটি করে উইকেট।

এরপর নির্ঘাত পরাজয় সামনে রেখে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের উদ্দেশ্য ব্যাট হাতে প্রাকটিসটা ভাল করা। সেটাতে সফল ১৬০ রান করে। ম্যাচে ৪৮ রানের বিশাল ব্যাবধানে হারলেও এ ট্রাইনেশনে ১৫০ এর ঘর পার করতে পেরেছে সাকিবরা এটাই তৃপ্তি। 

সাকিব সর্বোচ্চ ৪৪ বলে ৭০ রান করেন। অন্য কেউই পারেননি আর দাড়াতে। সৌম্য ও লিটন করেন ২৩ করে। অ্যাডাম নেন তিন উইকেট। এ পরাজয়ে নিউজিল্যান্ড ও পাকিস্তানের ফাইনাল খেলা নিশ্চিত হলো। যদিও পাকিস্তানের সঙ্গে আরেকটি ম্যাচ রয়েছে বাংলাদেশের।  



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)