বিএনপির ‘যুগপৎ’ আন্দোলনে যোগ দিতে পারে ৩৫ দল


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 15-10-2022

বিএনপির ‘যুগপৎ’ আন্দোলনে যোগ দিতে পারে ৩৫ দল

আওয়ামী লীগ বিরোধী বিএনপির সঙ্গে অন্তত ৩৫ দল যোগ দিতে পারে বলে জানিয়েছে দলের নীতি নির্ধারকরা। সরকার পদত্যাগের এক দফা দাবিতে ÔযুগপৎÕ যে আন্দোলনের রুপরেখা নিয়ে এগুচ্ছে বিএনপি। সেখানে ইতিমধ্যে ২২ দলেল সঙ্গে দ্বিতীয় দফার সংলাপ করছে বিএনপি। এর বাইরে আরো ১৩ দলের সঙ্গে বিএনপি সংলাপ করার আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে বলে একটি সুত্র নিশ্চিত করেছে।


তবে সব দলের নাম ঘোষনা দিচ্ছেনা বিএনপি। সেটা দলীয় বা আন্দোলনের স্বার্থে কৌশলগত কারনেই প্রকাশে অনীহা দলটির। তবে জানা গেছে আরো এক দফা আলোচনা হবে সব দলের সঙ্গে। সেখানে সব আলোচনা শেষে একটি গ্রহনযোগ্য রুপরেখা তুলে ধরবেন তারা। 

এ ব্যাপারে দলীয় সুত্রে জানা গেছে, আন্দোলনের রুপরেখার মধ্যে মুল সরকারকে যত দ্রুত পদত্যাগে বাধ্য করা যায়। সে আন্দোলনের রুপরেখা চুড়ান্তকরণ। 

তবে বিএনপি আগ থেকেই এ সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবী করে আসছে। ঘুরে ফিরে সেটাই মুখ্য। এর সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি তো রয়েছেই। তবে এবার কোনো জোট হওয়ার চিন্তাভাবনা নেই। যে যে দল তার আলাদা প্ল্যাটফর্ম থেকে  ÔযুগপৎÕ আন্দোলন করে যাবে। 




প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)