অভিনেতা ও নাট্যকার মাসুম আজিজের ইন্তেকাল


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 17-10-2022

অভিনেতা ও নাট্যকার মাসুম আজিজের ইন্তেকাল

গুণী শিল্পী একুশে পদকপ্রাপ্ত নাট্যকার, মাসুম আজিজ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন) । সোমবার অপরাহ্নে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাসুম আজিজ দীর্ঘদিন ক্যান্সার ও হার্টের সমস্যায় ভুগছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত বৃহস্পতিবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।


কিন্তু তিনি আর স্বাভাবিক জীবনে ফিরেনি। মৃত্যুকালে স্ত্রী দুই সন্তান রেখে গেছেন এই অভিনেতা। মাসুম আজিজ একাধারে অভিনয়শিল্পী চিত্রনাট্যকার ও নাট্য নির্মাতা হিসেবে পরিচিত। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থিয়েটারে কাজের মাধ্যমে তার অভিনয় শুরু। ১৯৮৫ সালে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন তিনি হুমায়ূন আহমেদের উড়ে যায় বকপক্ষীতে। এরপর সালাউদ্দিন লাভলুরর বিভিন্ন নাটক সহ অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন।


২০০৬ সালে ঘানি চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ২০২২ সালে একুশে পদক পেয়েছেন এ অভিনেতা। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)