টি২০ অলরাউন্ড র‌্যাংকিংয়ের নাম্বার ওয়ানে সাকিব


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 19-10-2022

টি২০  অলরাউন্ড র‌্যাংকিংয়ের নাম্বার ওয়ানে সাকিব

বিশ্বকাপের মুল পর্ব শুরুর আগে দারুণ একটা খবর এনে দিলেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। আইসিসি’র সর্বশেষ টি২০ র‌্যাংকিংয়ে অলরাউন্ডার হিসেবে নাম্বার ওয়ান স্থান দখল করেছেন এ অলরাউন্ডার। 

মুলত সাকিব ছিলেন সর্বশেষ র‌্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে। তার উপরে ছিলেন আফগান অলরাউন্ডার মোহাম্মাদ নবি। কিন্তু সাকিব তাকে টপকে গেছেন। এবং ২০ পয়েন্ট এগিয়ে রয়েছেন।

সাকিব আল হাসানের ওই টপে ওঠার পেছনে রয়েছে নিউজিল্যান্ডে অনুষ্টিত তিন জাতি টুর্নামেন্ট। ইউএইতে দুই ম্যাচের সিরিজে বাংলাদেশের হয়ে খেলেননি সাকিব। তবে নিউজিল্যান্ডে যেয়ে সন্তোষজনক পারফরমেন্স করেছেন। তিন ম্যাচে তিনি করেছেন ১৫৪  রান। যাতে স্ট্রাইক রেট ১৫০ দশমিক ৯৮। সে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৪ বলে করেন ৭০ রান। অন্য ম্যাচে পাকিস্তানের বিপক্ষে করেন ৪২ বলে ৬৮ রান। এছাড়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে আরেক ম্যাচে তার রান ছিল ১৬ বলে ১৬। এক ম্যাচ খেলেননি। 

আইসিসি টি২০ অলরাউন্ড র‌্যাংকিংয়ে সাকিবের পয়েন্ট এখন ২৬৬। যা মোহাম্মাদ নবির চেয়ে কুড়ি বেশী। 




প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)