ইফজাল চৌধুরী সিলেট জেলা পরিষদের সদস্য নির্বাচিত


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 20-10-2022

ইফজাল চৌধুরী সিলেট জেলা পরিষদের সদস্য নির্বাচিত

প্রবাসের অন্যতম পরিচিত মুখ, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সহ সভাপতি, জালালাবাদ এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র যুব লীগ নেতা ইফজাল চৌধুরী নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। অসাধ্যকে সাধন করেছেন। এটা সম্ভব হয়েছে নেতৃত্বের গুণের কারণেই। তা না হলে প্রবাসে থেকে হঠাৎ করে বাংলাদেশে গিয়ে নিজ এলাকার মানুষের মনজয় করে কীভাবে নেতা নির্বাচিত হলেন। আসলে তিনি সিলেট জেলা পরিষদের নির্বাচনে সদস্য নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সিলেট যুব লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ। অনেকই ধারণা করেছিলেন শামীম আহমেদের সাথে হয়ত ইফজাল চৌধুরীর প্রতিদ্বন্দ্বিতা হবে কিন্তু ইফজাল চৌধুরী যে বাজিমাত করবেন এটা কারো ধারণাতেই ছিলো না। নিউইয়র্ক থেকে বড় ভাই বিলাল চৌধুরী, তার বন্ধু-সহকর্মী, শুভাকাঙ্খি এবং সিলেটের স্থানীয় নেতৃবৃন্দের পরামর্শ এবং সহযোগিতায় ইফজাল চৌধুরী নতুন ইতিহাস তৈরি করেন।

সিলেট জেলা পরিষদের (১৩ নং ওয়ার্ড)  নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১৭ অক্টোবর। এই নির্বাচনে তিন প্রতিদ্বন্দ্বী অংশগ্রহণ করেন। এবং ১২০ জন ভোটারের ১১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ১টি ভোট বাতিল করা হয় এবং ২ জন অনুপস্থিত ছিলেন। ইফজাল চৌধুরী পেয়েছেন ৬৫ ভোট, শামীম আহমেদ পেয়েছেন ৪৯ ভোট। অপর প্রার্থী আব্দুর রহমান পেয়েছেন মাত্র তিন ভোট। ইফজাল চৌধুরীর এই বিজয়ে প্রবাসী বাংলাদেশীরা আনন্দিত হয়েছেন এবং তারা তাকে অভিনন্দন জানাচ্ছেন।

অন্যদিকে প্রবাসের আরেক প্রিয় মুখ বিয়ানীবাজারের মোহাম্মদ খসরুজ্জামান খসরুও জেলা পরিষদ নির্বাচনে সদস্য নির্বাচিত হয়েছেন (ওয়ার্ড নম্বর-৮)।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)