মামুলি স্কোর করেও যুদ্ধ করে হেরেছে আফগানিস্তান


সালেক সুফী,অস্ট্রেলিয়া থেকে , আপডেট করা হয়েছে : 23-10-2022

মামুলি স্কোর করেও যুদ্ধ করে হেরেছে আফগানিস্তান

ইংল্যান্ড: ১১৩/৫ ১৮.১ ওভার  ( লিয়াম লিভিংস্টোন ২৯) 

আফগানিস্তান:  ১১২ অল আউট ( ইব্রাহিম জর্দান ৩২, উসমান জানি ৩০, স্যাম কুরান ৫/১০, বেন স্টোকস ২/১৯, মার্ক উড ২/১৯) 

ফল: ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী 

প্লেয়ার অফ দি ম্যাচ: স্যাম কুরান 

সবাই জানে এবারের টি ২০ বিশ্ব কাপে ইংল্যান্ড সব ধরণের রসদ নিয়ে সবচেয়ে শক্তিশালী দল। পক্ষান্তরে আফগানিস্তান কয়েকজন বিশ্বসেরা প্রতিভার সমন্বয়ে গোড়া নবীন দল। ইংল্যান্ড দলের গতিময় শক্তিশালী  বোলিং আবার তুখোড় ফিল্ডিংয়ের মোকাবিলায় ১১২ রানের মামুলী সংগ্রহ করেও দারুন লড়াই করেছে আফগানরা। এই স্কোর পেরুতেই ওদের খেলতে হয়েছে ১৮.১ ওভার। খোয়াতে হয়েছে প্রথম সারির ৫ ব্যাটসম্যানকে।  

দুই দলের পার্থক্য নিয়ে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ ছিল না। ইংল্যান্ড দলের ৫ বলার উড , স্টোকস ,কুরান , ওকস ,রাশিদ এই মুহূর্তে টি ২০ ক্রিকেটে সেরাদের দলে। উড ক্রমাগত ১৪৫-১৫০ কিলোমিটার বেগে বল করে থাকে, কুরান গতির সাথে দুইদিকে বল সুইং করে, স্টোকস বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা চৌকষ খেলোয়াড়।  ওদের মোকাবিলায় পেসি উইকেটে ব্যাট করা সহজ ছিল না। তদুপরি লিভিংস্টোন, মঈন ,বাটলার বিশ্বমানের ক্যাচ ধরে আফগানদের ভরাডুবি ঘটিয়েছে। কুয়ান সঠিক সময়ে বল করতে এসে প্রথম ইংরেজ বলার হিসাবে ১০ /৫)  টি ২০ বিশ্ব কাপে ৫ উইকেট নিয়েছে। আফগানিস্তান ১১২ রানে অল আউট হয় শেষ স্পেলে কুরানের বিধ্বংসী বোলিংয়ে। ১০৯ /৫ থেকে মাত্র ৩ রান করে ৫ উইকেট হারায় মড়ক ধরা আফগানিস্তান। 

আশা করা হয়েছিল হেসে খেলে জয় পাবে ইংল্যান্ড। কিন্তু আফগান যোদ্ধা সহজে হার মানেনি। মামুলি স্কোর নিয়েও যুদ্ধ করেছে। নিয়মিত বিরতিতে বাটলার ,হেলস ,মালান ,স্টোকস ,ব্রুকস ফায়ার গাছে তাঁবুতে এই স্কোর উৎরাতেই। অপেক্ষা করতে হয়েছে ১৮.১ ওভার পর্যন্ত।

খেলা থেকে দৃশ্যমান হয়েছে ইংলিশ বোলিং ফিল্ডিং সকল দলকে ভোগাবে। অন্যদিকে আফগান দল কিন্তু একটি দুটি অঘটন ঘটাবে এই বিশ্বকাপে।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)