নাগরিকত্ব পরীক্ষায় অক্ষম ব্যক্তিদের মেডিকেল ফরম সহজ করা হয়েছে


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 26-10-2022

নাগরিকত্ব পরীক্ষায় অক্ষম ব্যক্তিদের মেডিকেল ফরম সহজ করা হয়েছে

যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ ও ইমিগ্রেশন সার্ভিস ইন্টারভিউ দিতে অক্ষম ব্যক্তিদের জন্য এন-৬৪৮ বা মেডিকেল সার্টিফিকেট সহজ করে নতুন পলিসি গাইডেন্স ঘোষণা করেছে। তাতে ব্যতিক্রমের ব্যবস্থা রাখা হয়েছে। প্রেসিডেন্ট বাইডেনের নির্বাহী আদেশক্রমে নতুন আমেরিকানদের সমাজে সমন্বিতকরণ নিশ্চিত করতে এন-৬৪৮ ফরম সংক্ষিপ্ত ও সহজ করা হয়েছে। নতুন টেলিহেল্প গাইডেন্সও প্রবর্তন করে মেডিকেল প্রফেশনালদের জন্য এবং সিটিজেনশিপের আবেদনকারীদের জন্য প্রতিবন্ধকতা কমানো হয়েছে। ইউসিআইএসের পরিচালক ড. এস জাড্ডু বলেন, ‘৬৪৮ ফরমে পরিবর্তন এনে সিটিজেনশিপ পরীক্ষা সহজ করা হয়েছে।’ মেডিকেল সার্টিফিকেটের ফরমে অনেক প্রশ্ন তুলে দেয়া হয়েছে। এন-৬৪৮ ফরম পুনর্মূল্যায়নের বোঝা সহজ করা হয়েছে। আবেদনকারীকে সংশ্লিষ্ট অক্ষমতা কীভাবে দৈনন্দিন জীবনযাপনে সুনির্দিষ্ট কাজ করতে সমস্যার সৃষ্টি করে সেসব প্রশ্ন বাদ দেয়া হয়েছে। ফরমে যে সময় থেকে অক্ষমতা বা ডিসঅ্যাবিলিটি শনাক্ত করা হয়েছে, তার তারিখের উল্লেখ বাদ দেয়া হয়েছে। যে ডাক্তার সার্টিফিকেট দিয়েছেন তার সাথে ডিসঅ্যাবল ব্যক্তির পূর্বে কোনো সম্পর্ক ছিল কি-না সে প্রশ্নও বাদ দেয়া হয়েছে। তাছাড়া সকল ডিসঅ্যাবলিটি কি পরিমাণে ক্ষতিগ্রস্ত তার বর্ণনাও তুলে দেয়া হয়েছে। তাছাড়া মেডিকেল প্রফেশনালের ছায়া ফরমে ডিসঅ্যাবল ব্যক্তির শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রয়োজনীয়তা রয়েছে কিনা তার সুপারিশ করার ইঙ্গিত দেয়ার ব্যবস্থা রয়েছে। তাছাড়া নতুন নীতিতে টেলিহেল্পের মাধ্যমে মেডিকেল পরীক্ষা এবং এন-৪০০ ফরম ফাইল করার পর এন-৬৪৮ ফরম ফাইল করারও ব্যবস্থা করা হয়েছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)