দারুল উলুম মাদরাসায় মেয়র এরিক অ্যাডামস


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 27-10-2022

দারুল উলুম মাদরাসায় মেয়র এরিক অ্যাডামস

আমি নিউইয়র্কে মুসলিম সম্প্রদায়ের অধিকার রক্ষা করতে বদ্ধপরিকর। গত ২১ অক্টোবর জুমার নামাজের আগে জ্যামাইকার দারুল উলুম মাদরাসা পরিদর্শনকালে নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এ কথা বলেন। মেয়র এরিক অ্যাডাসকে স্বাগত জানান দারুল উলুম মাদরাসার প্রেসিডেন্ট সর্দার বরকত উল্যাহ। মোহাম্মদ শহীদুল্লাহর উপস্থানায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিতি ছিলেন কাউন্সিলম্যান ডেভেডি উইপ্রিন, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এবং মূলধারার রাজনীতিবিদ ফখরুল ইসলাম দেলোয়ার, মূলধারার রাজনীতিবিদ তৈয়বুর রহমান হারুণ, কমিউনিটি অ্যাকটিভিস্ট শাহরিয়ার প্রমুখ।

অনুষ্ঠানে মেয়র এরিক অ্যাডামস বলেন, আমি আপনাদের এখানে এসেছি আপনাদের সাপোর্ট করতে। তা ছাড়া নির্বাচনের সময় আপনারা আমার পাশে ছিলেন সে জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে। তিনি আরো বলেন, নিউইয়র্কে আমি মুসলিম কমিউনিটির অধিকার রক্ষায় বদ্ধপরিকর। যে কারণে আমি একজন মুসলিম উপদেষ্টা নিয়োগ দিয়েছি। আমার উপদেষ্টা হচ্ছেন মোহাম্মদ বাহে। তিনি আরো বলেন, আমি সব সময় মুসলিম কমিউনিটির পাশে রয়েছি এবং আপনাদের জন্য আমরা দরজা সবসময় খোলা। যে কোন প্রয়োজনে আপনারা আমার কাছে আসতে পারেন।

অনুষ্ঠানে মেয়র এরিক অ্যাডামসকে দারুল উলুম মাদরাসার পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। মসজিদের প্রেসিডেন্ট এবং কর্মকর্তারা মেয়রের হাতে ক্রেস্ট তুলে দেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)