নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথে থাকবে ‘বাংলাদেশ জাসদ’


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 29-10-2022

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথে থাকবে ‘বাংলাদেশ জাসদ’

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গণতন্ত্র মঞ্চের সাথে রাজপথে থাকবে ‘বাংলাদেশ জাসদ’।

শনিবার গণতন্ত্র মঞ্চের সাথে বৈঠকে পর এক সংবাদ ব্রিফিঙে বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এক একথা জানান।

তিনি বলেন, ‘‘ বাংলাদেশ জাসদ দলীয় সরকারের অধীনে ২০১৮ সালের মতো কোন নির্বাচনে অংশগ্রহণ করবো না।বরং দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রতিহত করতে সক্রিয়ভাবে আমরা মাঠে থাকবো।”

‘‘ এই সরকারের সীমাহীন লুটপাট-অর্থপাচারের ফলে জনগনের যে নাভিশ্বাস উঠেছে তার বিরুদ্ধে জনগনের মধ্যে ঐক্য ও আন্দোলন গড়ে তুলতে আমরা সক্রিয় ভুমিকা পালন করব।”

তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের ভবনের সভাকক্ষে গণতন্ত্র মঞ্চের সাথে বাংলাদেশ জাসদের এই বৈঠক হয়। সকাল ১১টা থেকে দেড় ঘন্টা এই রুদ্ধদ্বার চলে।  

বৈঠকে গণতন্ত্র মঞ্চের নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জেএসডির কার্যনির্বাহী সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম এবং বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন, করিম সিকদার, মনজুর আহমেদ উপস্থিত ছিলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘‘ দেশের বর্তমান যে পরিস্থিতি, জনজীবনের যে সংকট বিরাজমান সে বিষয়ে করনীয় ঠিক করতে আমরা আজ বাংলাদেশ জাসদের সাথে মতবিনিময় করেছি। আমরা দেশের একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়ে কথা বলেছি।”

‘‘ বাংলাদেশ জাসদ আমাদের সাথে একমত হয়েছেন ২০১৮ সালের মতো আর কোন নির্বাচন যাতে না হয় সে বিষয়ে তারা সক্রিয় ভুমিকা রাখবেন। ক্রমাগত লুন্ঠন, অর্থপাচারের মাধ্যমে বর্তমান সরকার জনগণের জীবনকে যে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে তার বিরুদ্ধে এরকম বিভিন্ন ইস্যুতে জনগণের মধ্যে ঐক্য  আন্দোলন গড়ে তুলতে গণতন্ত্র মঞ্চ  বাংলাদেশ জাসদ সক্রিয় ভুমিকা পালন করবে।”

গত ৮ আগস্ট সরকার পতন আন্দোলন জোরদার করতে জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণঅধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন-এই ৭টি দলকে নিয়ে গণতন্ত্র মঞ্চ এর আত্মপ্রকাশ হয়।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)