শিহরিত চুম্বন


হোসাইন মোহাম্মদ মাসুম , আপডেট করা হয়েছে : 09-04-2022

শিহরিত চুম্বন


রূপসী সুন্দরী তুমি কাস এইটে পড়তে

অলৌকিকভাবে বারান্দায় দেখা

নামটা জানা হয়নি!

বহু প্রতীার পর ঘুরেফিরে এলাকার গলিতে 

মিরাক্কেলভাবে তোমার সাথে পরিচয়

তুমি পরেছিলে হাতে চুড়ি

ঠোঁটে লাল টকটকে লিপস্টিক

মাথায় ওড়না মোড়ানো

এক অপ্সরী তুমি!

তারপর থেকে বহু পথ বহু সময় অতিবাহিত হয়েছে

অনেক কিছু হারিয়ে গেছে সময়ের অতিবাহিতায়

হারাইনি শুধু তোমার সেই লাল টুকটুকে ঠোঁট

আমার কাছে ছিল যা এক জ্বলন্ত সূর্য কিরণের আলো

সূর্য তো আলো দেয়

তোমার ঠোঁট আজও শিহরণ জাগায় স্মৃতির পাতায়

তুমি কি জানো?

তোমার মায়াবি চাহনি ছিল ঘূর্ণিঝড়ের ঘূর্ণিপাক

হঠকারিতায় দেখা হয়েছিল কেশর কালো চুল

সেদিন স্পর্শও হয়েছিল দু’জনার

বুঝতে দেরি হলো না-

তুমি এক জ্বলন্ত আগ্নেয়গিরি

যা আমাকে ভষ্ম করেছে

এখনও আমায় ভাবায়

তুমি স্বপ্নে ছিলে, এখনও আছো 

স্পর্শে শিহরিত করেছো এই দেহ-মন

সবই স্মৃতি!

তুমি আজ দূর দেশের এক আলোকিত তারা

দূর দেশের বাসিন্দা তুমি

তাইতো আজও আমি রাত্রি হলে তারাদের মাঝে তোমাকে খুঁজে বেড়াই

এখনও পেতে চাই সেই শিহরিত স্পর্শ

লাল গোলাপের মতো ঠোঁটের চুম্বন

তুমি কি আবার আসবে?



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)