সাবেক বিচারপতি মানিকের উপর হামলা


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 02-11-2022

সাবেক বিচারপতি মানিকের উপর হামলা

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।  আজ বুধবার বিকেলে রাজধানীর পল্টন এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশকে জানিয়েছে তার গ্যানম্যান রফিক। বিকেল চারটার দিকে ওই পথ দিয়ে যাওয়ার সময়ে এক দল লোক তার ওপর হামলা করে। এ সময় তার গাড়ি ভাঙচুর ও তার সঙ্গে থাকা সরকারি গান ম্যানের উপরও হামলা হয়  বলে বিচারপতি মানিক সাংবাদিকদের জানিয়েছেন।


তিনি বলেন,‘ফকিরাপুলের মোড়ে আমার উপর হামলা হয়েছে। দুর্বৃত্তরা আমার নাকে, মুখে, গাড়ির ড্রাইভার ও গানম্যানকেও মারধর করেছে। পল্টন থানার ওসি সালাহউদ্দীন মিয়া বলেন, ওনার (বিচারপতি (অবঃ) মানিকের গানম্যান রফিক থানায় এসে জানিয়েছে, একটি মিছিল থেকে তাদের গাড়িতে হামলা হয়েছে। উনি একটা প্রোগ্রামে আছেন। সেখান থেকে থানায় আসার কথা রয়েছে তার। 


অবসরপ্রাপ্ত বিচারপতি মানিক গুরুত্বপূর্ন কতিপয় মামলার রায় দেয়ার পর ২০১৬ সনে অবসরে যান। এরপর থেকে তিনি ঘাতক দালাল নির্মুল কমিটির সক্রিয়ভাবে কাজ করছেন। অবসরপ্রাপ্ত মানিকের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সাধারণ সম্পাদক। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)