জীবন দর্শন


পিঙ্কি ঘোষ , আপডেট করা হয়েছে : 09-04-2022

জীবন দর্শন

সম্পর্কের সমীকরণ আজও বুঝি না

গোলাপের কাঁটা আর চাঁদের কলঙ্ক...

বহু নিদ্রাহীন রাতের চিন্তাসঙ্গী আমার।

ওই যে নীলাম্বরী আকাশ সারাজীবন

সবুজ ঘাসকে ভালোবেসে গেল-

প্রাগৈতিহাসিক যুগ থেকে একে অপরকে

শুধুমাত্র অপলকে দেখেই চলেছে,

কল্পনার দিগন্তরেখা যদিও ওদেরকে

এক করেছে, তবুও...

ওরা জানে এই প্রেম স্পর্শহীন, মিলনহীন।

নিজের পালকের ওপর পাখিরও অধিকার নেই,

তোমার কবিতা আমার জীবন দর্শন, তবুও...

তুমি নামের কবিটা শত আলোকবর্ষ দূরে।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)