শুক্রবার বাংলাদেশ ইতিহাস সমিতির


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 10-11-2022

শুক্রবার বাংলাদেশ   ইতিহাস সমিতির

দ্বি-বার্ষিক সম্মেলন শুরুবাংলাদেশ ইতিহাস সমিতির ২০তম আন্তর্জাতিক দ্বি-বার্ষিক সম্মেলন ১১ নভেম্বর শুক্রবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) ঢাকায় শুরু হতে যাচ্ছে। দ্বি বার্ষিক সম্মেলন উদ্বোধন করবেন বরেণ্য ইতিহাসবিদ অধ্যাপক ড. আবদুল মমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।


সম্মেলনে মূখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইতিহাসবিদ ভারতের নেতাজি সুভাষ মুক্ত বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রঞ্জন চক্রবর্তী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি অধ্যাপক শরিফ উল্লাহ্ ভুঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেনসমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আশা ইসলাম নাঈম।

উদ্বোধনী অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করবেন সমিতির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এ টি এম আতিকুর রহমান। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)