গাড়ী দুর্ঘটনায় মেয়েসহ আহত শিল্পী দিনাত জাহান মুন্নী


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 11-11-2022

গাড়ী দুর্ঘটনায় মেয়েসহ আহত শিল্পী দিনাত জাহান মুন্নী

নিউইয়র্কে মারাত্মক দুর্ঘটনায় আহত হয়েছেন গায়িকা দিনাত জাহান মুন্নী। এ সময় তাঁর সঙ্গে বড় মেয়ে প্রেরণা মাথায় আঘাত পান। গত ৭ নভেম্বর ভোরের দিকে জ্যাকসন হাইটস থেকে একটি উবার নিয়ে বাসায় ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, তাঁদের গাড়িটির চালক কিছুটা নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি জিপ গাড়িকে দ্রুতগতিতে ধাক্কা দেন। সে সময় জরুরি ভিত্তিতে তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। শো টাইম মিউজিকের প্রেসিডেন্ট আলমগীর খান আলম, জানান মা ও মেয়ে বর্তমান ভাল আছেন এবং বাসায় আছেন।

দিনাত জাহানের ফেসবুকে পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, তাঁদের বহন করা গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। গাড়ির পেছনে থাকা মা ও মেয়ে ধাক্কায় আহত হন। দিনাত জাহান মুন্নী বলেন, ‘রাস্তার মোড়ে আমাদের গাড়িটি না থেমে সামনে যেতে থাকে। এ সময় অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। আমরা পেছনে বসেছিলাম। ধাক্কায় আমি বুকে, মেয়ে মাথায় আঘাত পায়। পাঁচ মিনিট পরে ফায়ার সার্ভিসের টিম আমাদের উদ্ধার করে। আমাদের হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, আমার বুকে রক্ত জমেছে। মেয়ের মাথায় আঘাতে কিছুটা জটিলতা আছে। সাত দিন আমাদের চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে।’ চার ঘণ্টা হাসপাতালে চিকিৎসার পরে নিউইয়র্কের বাসায় ফিরেছেন মা-মেয়ে। দিনাত জানালেন, তিন দিনের মধ্যে গুরুতর কোনো সমস্যা দেখা দিলে হাসপাতালে ভর্তি হতে হবে। তিনি আরও বলেন, ‘কিছু সময় আগে বাসায় ফিরেছি। এটা অনেক বড় একটি দুর্ঘটনা ছিল। আল্লাহর রহমতে আমি ও আমার বড় মেয়ে আজ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। এখনো একটা আতঙ্কের মধ্যে রয়েছি। আমাদের অনেক বড় কিছু হয়ে যেতে পারত।’

দিনাত জাহান মুন্নী তাঁর দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে বর্তমানে নিউইয়র্কে আছেন। তাঁর স্বামী ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল বলেন, ‘আমি সকালে ঘুম থেকে শুনেই চমকে উঠেছি। মারাত্মক একটি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে আমার স্ত্রী মুন্নী ও বড় মেয়ে। আপাতত তাদের পর্যবেক্ষণে থাকতে হবে। মেয়েটা অনেক ভয় পেয়েছে। সবাই একটা আতঙ্কের মধ্যে আছি।’


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)