জেলহত্যা দিবসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আলোচনা


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 11-11-2022

জেলহত্যা দিবসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আলোচনা

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। গত ৩ নভেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।

সভাপতি ড. সিদ্দিকুর রহমান জাতীয় চারনেতার স্মৃতিচারণ করে বলেন, আমরা যেন ত্যাগের ইতিহাস ভুলে না যাই। ক্ষুদ্র স্বার্থের জন্য বৃহত্তর স্বার্থকে জলাঞ্জলি না দেই। জাতীয় চারনেতার প্রতি আমার বিনশ্র শ্রদ্ধা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম, সামছুদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মহিউদ্দিন, প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম, প্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান আলী, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান টুকু, সদস্য সাহানারা রহমান, জহিরুল ইসলাম, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক শাহিন আজমল, সহ-সভাপতি শেখ আতিকুল ইসলাম, হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক স্বীকৃতি বডুয়া, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় উপ-আন্তর্জাতিক সম্পাদক শাখাওয়াত বিশ্বাস, ব্রুকলিন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বাহার খন্দকার সবুজ, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা সেবুল মিয়া, ইমরুল কায়েছ, আতিকুর সুজন, কামাল হোসেন মিঠু, একরামুল হক সাবু, শাহীন আহমেদ, নিরলব নিতাই, নুরুল নব্বী, রাসেল আহমদ, সাইফুল ইসলাম, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-নুরুজ্জামান সরদার, সহ-সভাপতি জাফর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিকুর রহমান তুরান, এইচ এম ইকবাল, সৈয়দ গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক সাইফুল আলম, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ ফাহিম আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা যুব কমান্ড মোহাম্মদ জহুরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ইমাম কাজী কাইয়্যুম।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)