‘নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি এ ধরনের উদহারন আগে শুনিনি’- জাপানের রাষ্ট্রদূত


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 14-11-2022

‘নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি এ ধরনের উদহারন আগে শুনিনি’- জাপানের রাষ্ট্রদূত

‘শুনেছি, পুলিশ নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করে ফেলেছে। কিন্তু অণ্য কোনো দেশে এ ধরনের উদহারন শুনিনি’ কথাগুলো বলেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। আজ সোমবার গুলশানে একটি হোটেলে আয়োজিত সেন্টার ফর গভর্নেস স্টাডিজ আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে তিনি এ কথাগুলো বলেন। মি. নাওকি আশা করে বলেন,‘ব্যালটবক্স আগের রাতে ভর্তি করে ফেলার ঘটনা পুনরাবৃত্তি উচিৎ নয়।’


আমি দৃঢ়ভাবে আশা করছি, বাংলাদেশে আগামী নির্বাচন সুষ্টু হবে। নির্বাচন কমিশন ও সরকার বলেছে তারা সুষ্ঠু নির্বাচন করবে। আশা করি, সব বড় দল এই নির্বাচনে অংশগ্রহন করবে।’ 


জাপানী রাষ্ট্রদূত বলেন, ‘জাপান আশা করে বাংলাদেশের আসন্ন নির্বাচন অবাধ,সুষ্টু ও অংশগ্রহনমূলক হবে। অহিংস ও শান্তিপূর্ণ নির্বাচনে সব প্রধান দল অংশগ্রহন করবে। ’


পূর্বের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, ‘২০১৮ সালের নির্বাচনের পর জাপান দূতাবাস সহিয়সতা নিয়ে একটি বিবৃতি দিয়েছিল। সেটি ব্যতিক্রমধর্মী ঘটনা। কারণ জাপান কোনো দেশে নির্বাচনের পর বিবৃতি দেয় না।’ 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)