সানম্যানের সাথে ইউনাইটেড কর্মাশিয়ার ব্যাংকের চুক্তি


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 18-11-2022

সানম্যানের সাথে ইউনাইটেড কর্মাশিয়ার ব্যাংকের চুক্তি

গত ১৫ নভেম্বর সানম্যান গ্লোবাল এক্সপ্রেস করপ্ এবং ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডের মধ্যে রেমিটেন্স পার্টনারশিপ এগ্রিমেন্ট সাইন করা হয়। ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের পক্ষে এর পক্ষে সাইন করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সৈয়দ ফরিদুল ইসলাম এবং সানম্যান এর পক্ষে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সিইও মাসুদ রানা তপন এবং চিফ ফাইন্যানশিয়াল অফিসার (সিএফও) মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এবং সানম্যান এর রেমিটেন্স পার্টনার এস এম মাইনুদ্দিন পিন্টু।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাসুদ রানা তপন বলেন, সানম্যান এক্সপ্রেস এর সাথে বাংলাদেশে ৮টি ব্যাংকের সাথে রেমিট্যান্স পার্টনারশীপ আছে আর এখন থেকে গ্রাহকরা সানম্যান এক্সপ্রেস এর মাধ্যমে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকে টাকা পাঠাতে পারবেন।

অনুষ্ঠানে মোঃ সৈয়দ ফরিদুল ইসলাম বলেন, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকটি সকলের আস্থা রেখে কার্যক্রম পরিচালনা করে আসছে। ব্যাংকটির বর্তমান Branch-209, Sub-branch-132, Agent Banking outlet-190, 563 টি ATM Machines. এছাড়া Upay Mobile Wallet প্রায় ১৫,০০০,০০০ গ্রাহক আছেন। এছাড়া আমাদের ১,০০,০০০ এর বেশি এজেন্ট এর মাধ্যমে গ্রাহকরা রেমিটেন্স গ্রহণ করতে পারবেন।

মাসুদ রানা তপন বলেন, এখন থেকে সানম্যান এক্সপ্রেস এর Branch থেকে সাংবাদিকদের টাকা পাঠাতে কোন ফি লাগবে না। এছাড়া নতুন গ্রাহকরা প্রথম রেমিটেন্স পাঠাতে কোন ফি দিতে হয় না। সানম্যান এক্সপ্রেস এর মাধ্যমে গ্রাহকরা Bkash এ সাতদিনই টাকা পাঠাতে পারবেন বিনা ফিতে। এছাড়া সানম্যান এক্সপ্রেস এর মোবাইল এপস্ এর মাধ্যমে আগামী ডিসেম্বর মাস থেকে গ্রাহকরা টাকা পাঠাতে পারবেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)