পোর্ট এলিজাবেথ এ দুশ্চিন্তায় বাংলাদেশ


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 09-04-2022

পোর্ট এলিজাবেথ এ দুশ্চিন্তায় বাংলাদেশ

ওয়ানডে এবং টেস্ট ম্যাচ যে একরকম না তা হাড়ে হাড়ে টের পাচ্ছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজটা বেশ ভালো জিতলেও টেস্টে খুবই বাজে অবস্থায় পড়েছে মমিনুল, মুশফিকরা। প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতায় মোটামুটি লড়াই করলেও দ্বিতীয় টেস্টে আরো বাজে অবস্থা ব্যাটিংয়ে।  

প্রথম টেস্টে টসে জিতে বড় ধরনের ভুল করে ফিল্ডিং বেছে নিয়েছিল। সে খেসারত দিতে হয়েছে। কিন্ত দ্বিতীয় টেস্টে আর ভুল করার সুযোগই ছিল না। পোর্ট এলিজাবেথ এ সাউথ আফ্রিকা টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। এবং প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে তারা  ৪৫৩ রান করে। ১৩৬.২ ওভারে ওই রান করে তারা। প্রথম টেস্টে বোলিং করে দক্ষিণ আফ্রিকাকে সহজ জয় এনে দেয়া কেশব মহারাজ করেছেন সর্বোচ্চ ৮৪ রান ।

এছাড়া ওপেনার ডিন এলগার ৭০ এবং  কিগান পিটারসেন ৬৪ ও বাভুমার ৬৭ রান উল্লেখযোগ্য।  বাংলাদেশের সাফল্য অলআউট করতে পারা।  তাসকিন এর পরিবর্তে সুযোগ পাওয়া স্পিনার তাইজুল  নেন ৬ উইকেট। খালেদ আহমেদ নিয়েছেন তিনটি। 

এরপর প্রথম ইনিংস শুরু করতে নেমে চ্যালেঞ্চিং এক স্কোর তাড়া করতে যেয়ে শূন্য রানে আউট হয়ে গেছেন প্রথম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরী করা মাহমুদুল হাসান জয় । এরপর তামিম ও নাজমুল হোসেন শান্ত ব্যাটিং করলেও দলীয় ৮২ রানে তামিম আউট হয়ে যাওয়ার পর আর কেউ সুবিধা করতে পারেনি । দ্বিতীয় দিন শেষে ১৩৯ রান করেছে তারা ৫ উইকেটে।

ক্রিজে রয়েছেন মুশফিকুর  রহিম ৩০ ও ইয়াসির আলী ৮ রান নিয়ে। আজ তৃতীয়দিনে এ দুজন কতদূর যেতে পারবে সেটাই বিষয় । তবে ভালো একটা ব্যাটিং না করতে পারলে বড় পরাজয় হাতছানি বাংলাদেশের সামনে। যে করে হোক ভালো একটা ব্যাটিং করে ম্যাচে লড়াই করতে হবে বাংলাদেশকে। কিন্ত সে আত্মবিশ্বাস বাংলাদেশি ব্যাটসম্যানদের কী আছে? এই প্রশ্ন সর্বত্র।  



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)