যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেলেন ৪ বাংলাদেশি


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 18-11-2022

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেলেন ৪ বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে চার বাংলাদেশি নির্বাচিত হয়েছেন। গস ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন হয়। এতে অনেক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ভোটাধিকার প্রয়োগ করেছেন। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বিজয়ীরা হলেন- জর্জিয়ায় স্টেট সিনেটর শেখ রহমান ও নাবিলা ইসলাম, কানেকটিকাটের স্টেট সিনেটর মোহাম্মদ মাসুদুর রহমান ও নিউ হ্যাম্পশায়ারের হাউস অব রিপ্রেজেন্টেটিভস সদস্য আবুল খান।

জর্জিয়া অঙ্গরাজ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বারের মতো স্টেট সিনেটর নির্বাচিত হয়েছেন বাংলাদেশি আমেরিকান শেখ রহমান। জর্জিয়া অঙ্গরাজ্য থেকে স্টেট সিনেটে প্রথমবারের মতো যাচ্ছেন নাবিলা ইসলাম, কানেকটিকাট স্টেট সিনেটে প্রথমবারের মতো যাচ্ছেন মো. মাসুদুর রহমান। তারা সবাই ডেমোক্রেটিক পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদিকে নিউ হ্যাম্পশায়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভস পদে টানা পঞ্চমবারের মতো বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত আবুল খান। 

চার বাংলাদেশি আমেরিকানের বিজয়ে খুশির জোয়ার বইছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)