ক্ষমতাচ্যুত ইমরান খান,পরবর্তি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ?


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 10-04-2022

ক্ষমতাচ্যুত ইমরান খান,পরবর্তি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ?

পাকিস্তানের রাজনীতির বেশ কিছুদিনের রুদ্ধশ্বাস পরিস্থিতির অবসান ঘটলো। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান হারিয়েছেন প্রধানমন্ত্রিত্ব। পার্লামেন্টে তার উপর আনীত অনস্থা প্রস্তাবে কী হয়, সেটা দেখার অপেক্ষা ছিল। শেষ পর্যন্ত হেরে গেছেন তিনি। ৩৪২ আসনের ভোটাভুটিতে ইমরান খানের বিরোধী পক্ষের প্রয়োজন ছিল ১৭২। সেখানে তারা ১৭৪ লাভ করে জিতে গেছে।  খবর বিবিসি,রয়টার্সের

এতে করে পাকিস্তানের দীর্ঘ ইতিহাসে ইমরান খানও তার প্রধানমন্ত্রিত্ব পূর্ণ করতে ব্যর্থ হলেন। ইমরান খান ছিলেন দেশের ২২ তম প্রধানমন্ত্রী। কিন্তু অন্য সব নির্বাচিত প্রধানমন্ত্রীর মতো তিনিও পারলেন না তার মেয়াদ পূর্ণ করতে। সর্বশেষ খবরে জানা গেছে, প্রধানমন্ত্রী পদে বিরোধী পক্ষের প্রার্থী হলেন, শাহবাজ শরীফ। তিনি মুসলিম লীগ ( নেওয়াজ) এর সভাপতি।  

এর আগে কোর্টের ওমর আতা বান্দিয়ালের পাচ সদস্যের বেঞ্চের দেয়া নির্দেশে পার্লামেন্টে ইমরান খানের ভাগ্য নির্ধারণী এ অধিবেশন শুরু হয় শনিবার স্থানীয় সময় দুপুর দশটায় এরপর অন্তত ৩ দিন পর রাত দশটার দিকে অর্থাৎ শেষ সেশনে অনুষ্ঠিত হয় ভোটাভুটি। এর আগে দুই পক্ষই পক্ষে-বিপক্ষে বক্তব্য প্রদান করেন। বিশেষ করে দুই পক্ষের আইনজীবি গন। 

মূলত প্রধানমন্ত্রী ইমরান খানের আর্থিক দুরবস্থা ও ভূল পররাষ্ট্রনীতির অভিযোগে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধী দলগুলো। যদিও অনাস্থা প্রস্তাব কে অসাংবিধানিক ব্যাখ্যা দিয়ে গত ৩ এপ্রিল খারিজ করে দেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসেম সুরী। ওইদিনই প্রধানমন্ত্রীর পরামর্শ জাতীয় পরিষদ ভেঙ্গে দেন আলভী। এতে দেশটিতে রাজনৈতিক সংকট দেখা দেয়। এ অবস্থায়  স্বতোঃপ্রানোদিত হয়ে সুপ্রিম কোর্ট ওই নির্দেশনা দেয়। তবে এর আগে বিরোধী দল আদালতের শরণাপন্নও হয়েছিল।  

এদিকে শনিবার পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে অনাস্থা ভোটে পর জাতীয় পরিষদে বক্তব্য দেন, বিরোধীদলীয় নেতা পাকিস্তান মুসলিম লীগের (নেওয়াজ) সভাপতি শাহবাজ শরীফ। তিনি বলেন, নতুন সরকার প্রতিহিংসার রাজনীতি করবে না। তবে আইন তার নিজস্ব গতিতে চলবে, অহেতুক কাউকে কারাগারে পাঠানো হবে না। শাহবাজের পর বক্তব্য দেন পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলওয়াল ভুট্টো। ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ায় পরিষদের সদস্যদের অভিনন্দন জানান তিনি।

 যেহেতু বিরোধী পক্ষের প্রার্থী শাহবাজ শরীফ। তাই ধারনা করা হচ্ছে তিনিই হতে পারেন পাকিস্তানের পরবর্তি প্রধানমন্ত্রী। 


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)