শাহবাজ শরীফ পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 11-04-2022

শাহবাজ শরীফ পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ শরীফ। ইমরান খানের বিরুদ্ধে অনস্থা ভোটের নেতৃত্বদানকারী এ শাহবাজ মুলত পাকিস্তান মুসলীম লীগ (নওয়াজ) এর সভাপতি। ইমরান খানের বিরুদ্ধে অনস্থা ভোটে ১৭৪ টি ভোট পড়েছিল। এতেই বিরোধীরা জয়ী হয়। প্রয়োজন ছিল ১৭২ এর। সেখানে দুই ভোট বেশী পরে। ঠিক আজ সোমবারের প্রধানমন্ত্রীত্বের ভোটাভুটিতেও ঠিক সেই ১৭৪ টি ভোটই পরে শাহবাজ শরীফের পক্ষে। পাকিস্তানের পার্লামেন্টের নিন্মকক্ষে জাতীয় পরিষদে ও ভোটাভুটি হয়। 

পার্লামেন্টের ভোটাভুটিতে শাহবাজের একমাত্র প্রতিদ্বন্দি ছিলেণ  তেহরিক ই ইনসাফের (পিটিআই) সহসভাপতি ও সদ্য বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। কিন্ত ভোটাভুটির মুহুর্তে তার নেতৃত্বাধীন পিটিআই এর আইন প্রনেতাগন ভোট বর্জন করে পার্লামেন্ট কক্ষ ত্যাগ করলে শাহবাজের আর কোনো প্রতিদ্বন্ধি ছিলেন না। পরবর্তিতে সংখ্যাগরিষ্টতাতেই জিতে যায় শাহবাজ শরীফ। 

এতে করে দেশের ২৩ তম প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন সাবেক প্রধানমন্ত্রী নাওয়াজ শরীফের ছোটভাই শাহবাজ শরীফ। শাহবাজের জন্ম লাহোরে। তিনি অনাস্থা ভোটে জয়ের পরই মুলত তাকে ঘীরে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা ছিল। তিনি আগেই বলেছেন, তিনি কোনো হিংসার রাজনীতি করবেন না। কাউকে অহেতুক কারাগারেও পাঠাবেন না। আইনকে তিনি নিজস্ব গতিতে চলার অঙ্গীকার করেছিলেন। 

এদিকে শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে ইমরান সমার্থকরা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে বলে খবর পাওয়া গেছে। 


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)