‘গণতন্ত্র, আইনের শাসনের অনুপস্থিতি আজকে সৃষ্ট রাজনৈতিক সংকট’


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 26-11-2022

‘গণতন্ত্র, আইনের শাসনের অনুপস্থিতি আজকে সৃষ্ট রাজনৈতিক সংকট’

ড. কামাল হোসেন বলেছেন, গণতন্ত্র, আইনের শাসন, ভোটাধিকারের অনুপস্থিতি আজকে সৃষ্ট রাজনৈতিক সংকটের কারণ। সীমাহীন দূর্নীতি, লুটপাট ও বিদেশে অর্থ পাচার অর্থনৈতিক সংকটের এবং তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্য-গ্যাস-বিদ্যুৎতের দাম বাড়ানোর কারণে মানুষের দূর্দশার অন্যতম কারণ। 

আজ বেলা ১১ টায় ড. কামাল হোসেনের মতিঝিলস্থ চেম্বারে অনুষ্ঠিত গণফোরামের সভাপতি পরিষদের সভায়  সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।


তিনি আরও বলেন, বিদ্যমান সংকট সৃষ্টির মূল কারণ সরকারের সমর্থন পুষ্ট সিন্ডিকেট এবং স্বয়ং সরকার। আগামী জাতীয় সাধারণ নির্বাচন সামনে রেখে আজ দেশে চরম সংঘাত-সংকটময় পরিস্থিতি বিরাজ করছে। দেশের মানুষ আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্যমত গড়ে তুলতে হবে। 



সভায় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ডা. মো. মিজানুর রহমান, মফিজুল ইসলাম খান কামাল, এড. আলতাফ হোসেন, এড. আব্দুল মোমেন চৌধুরী, মোশতাক আহম্মেদ, এড. সেলিম আকবর, এড. সুরাইয়া বেগম, শাহ নূরুজ্জামান,  মো. ইয়াসিন প্রমূখ।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)