শেষ সুযোগের অপেক্ষায় জার্মানি


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 28-11-2022

শেষ সুযোগের অপেক্ষায় জার্মানি

প্রথম ম্যাচে জাপানের কাছে হারের পর ঘুরে দাড়াতে বলতে ড্র করতে সক্ষম হলো জার্মানি। স্পেনের সঙ্গে গুরুত্বপূর্ন ম্যাচে ১-১ ড্র করেছে তারা। এতে করে দ্বিতীয় পর্বে ওঠা প্রায় অনিশ্চিত হয়ে গেছে তাদের। পরের ম্যাচ কোষ্টারিকার বিপক্ষে। সে ম্যাচ মাষ্ট উইন তো হতেই হবে এরপরও অপেক্ষা থাকতে হবে জাপান স্পেন ম্যাচে কী হয়। 


জাপান সে ম্যাচে জিতে গেলে জার্মানির আর কোনো সম্ভাবনা থাকবে না। ড্র করলেও না। যদি জাপান হেরে যায় তখন একটা পরিসংখ্যান এসে দাড়াবে। সে ক্ষেত্রে হয়তো গোল ব্যবধান, হেড টু হেড অনেক কিছুর বিবেচনা চলে আসবে। ফলে কাতার বিশ্বকাপে জার্মানি এখন মহাবিপাকে। 

এ ম্যাচে প্রধমার্ধ গোলশুন্য থাকার পর খেলার ৬২ মিনিটে স্পেনের আলভারো মোরাতা গোল করে এগিয়ে দেন দলকে। এরপর জার্মানির ৯ নাম্বার জার্সীধারি ফুলক্রুগের গোলে সমতা নিয়ে আসে তারা। শেষ পর্যন্ত ওই গোলই থাকে বহাল।  



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)