স্টেট ডিপার্টমেন্টের আঞ্চলিক পরিচালকের সাথে কনসাল জেনারেলের বৈঠক


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 30-11-2022

স্টেট ডিপার্টমেন্টের আঞ্চলিক পরিচালকের সাথে কনসাল জেনারেলের বৈঠক

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনালের ড. মোহাম্মদ মনিরুল ইসলাম ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের আঞ্চলিক পরিচালক আলেকজান্ডার কে. হার্ডিনের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। আঞ্চলিক পরিচালক আলেকজান্ডার কে. হার্ডিন কনসাল জেনারেল ড. ইসলামকে তাঁর কার্যালয়ে স্বাগত জানিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের নানাদিক নিয়ে  একটি আলোচনায় যোগ দেন।  এ সময় কনস্যুলেটের প্রথম সচিব ইসরাত জাহান উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি হওয়ায় এ বছরটি অতীব গুরুত্বপূর্ণ উল্লেখ করে তাঁরা দু’দেশের সম্পর্ককে আরো সুদৃঢ় ও সম্প্রসারিত করার লক্ষ্যে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। তৈরি পোশাক ছাড়াও বাংলাদেশের অন্যান্য রফতানিজাত পণ্য বিশেষ করে  ফার্মাসিউটিক্যালস সামগ্রী যুক্তরাষ্ট্রে রফতানির সম্ভাবনার ওপর তাঁরা আলোকপাত করেন। 

বৈঠকে কনসাল জেনারেল আঞ্চলিক পরিচালক আলেকজান্ডার কে. হার্ডিনকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও জলবায়ুর নেতিবাচক প্রভাব মোকাবিলাসহ  আন্তর্জাতিক পরিম-লে বাংলাদেশের বিভিন্ন অর্জন ও স্বীকৃতির বিষয়ে অবহিত করেন। নিউইয়র্কে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতির সাথে সম্পৃক্ততা ও সাফল্যের কথা উল্লেখ করে কনসাল জেনারেল  কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সম্পর্কে জনাব হার্ডিনের দৃষ্টি আকর্ষণ করেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যকার সম্পর্ক ও বোঝাপোড়াকে আরো সহজ, সাবলীল ও শক্তিশালী করার প্রত্যয়ের মধ্য দিয়ে বৈঠকের সমাপ্তি ঘটে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)