জার্মানির বিদায়


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 02-12-2022

জার্মানির বিদায়

কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিল জার্মানি। তুমুল উত্তেজনাপূর্ণ গ্রুপ লড়াইয়ে শেষ রক্ষা হয়নি তাদের। পয়েন্ট সমান করেও যোগ্যতার মাপকাটিকে স্পেনকে পেছনে ফেলতে পারেনি তারা। 

এদিনের আরেক ঘটনা মরক্কোর দ্বিতীয় রাউন্ডে ওঠা। দীর্ঘদিন পর দলটি নক আউটে ঠাই পেয়েছে। 

জার্মানির বিদায়  

রাশিয়া বিশ্বকাপেও জার্মানরা উঠতে পারেনি দ্বিতীয় রাউন্ডে। ফেবারিট থেকেও বিদায় নেন তারা অগনতি ভক্তকূল কাদিয়ে। এবারও সেই একই অবস্থা। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটির গতি ও ছন্দ অনেকটাই ম্লান। এ গ্রুপে অবশ্য দারুন করেছে জাপান। সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে উঠে গেলে তারা নকআউটে। গত রাতে স্পেনকে ২-১ গোলে হারিয়ে ওই নক আউট নিশ্চিত করে ফেলে তারা। অবশ্য আগ থেকেই অ্যাডভান্টেজে ছিল দলটি। হেরেও গোলব্যাবধানে জার্মনি থেকে এগিয়ে স্বস্থির হাসি ছিল স্প্যানিশদের। তাদের পয়েন্টও ৪। এতে করে এই গ্রুপ থেকে বিদায় নিল বেলজিয়াম ও জার্মানি।


নক আউট নিশ্চিতের পর মরক্কো ফুটবল দলের একটি মূহূর্তছবি সংগৃহীত 


মরক্কো নক আউটে 

কানাডাকে শেষ ম্যাচে হারিয়ে সর্বাদিক ৭ পয়েন্ট নিয়ে দাপটের সঙ্গেই নক আউটে উঠেছে মরক্কো। এ ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছে তারা কানাডার বিপক্ষে। মরক্কো নক আউটে গেলেও কোনো পয়েন্ট লাভে ব্যর্থ হয়ে বিদায় নিল এবার কানাডা। 

গ্রুপ ‘এফ’ থেকে নক আউটে যাওয়া মরক্কোর স্বপ্ন পূরণ দীর্ঘ ৩৬ বছর পর।  



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)