নিউইয়র্ক সিটিতে বসবাস কষ্টসাধ্য হয়ে উঠছে


মোঃ জামান তপন , আপডেট করা হয়েছে : 13-04-2022

নিউইয়র্ক সিটিতে বসবাস কষ্টসাধ্য হয়ে উঠছে

নিউইয়র্ক সিটি হচ্ছে আমেরিকার সুন্দর সিটিগুলোর মধ্যে একটি। এই নিউইয়র্ক সিটিতেই রয়েছে প্রায় বিশ্বের অধিকাংশ দেশের মানুষ। নিউইয়র্ক তাদের প্রিয় হবার কারণেই তারা বসবাসের জন্য বাছাই করে নিয়েছেন এই সিটি। কিন্তু আস্তে আস্তে নিউইয়র্ক সিটি সাধারণ মানুষের বসবাসের অযোগ্য হয়ে উঠছে। বিশেষ করে ব্যয় বৃদ্ধি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। প্রতিদিনই এখন নিউইয়র্ক সিটিতে হামলার ঘটনা ঘটছে। গত ১২ এপ্রিল সকাল ৮টা ২৪ মিনিটে নিউইয়র্কের ব্রুকলীনের ৪ এভিনিউ এবং ৩৬ স্ট্রিট সাবওয়েতে ট্রেনের মধ্যেই হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রায় ২৯ জন মানুষ আহত হয়েছে। এর মধ্যে ১০ জন গুলিবিদ্ধ হয়েছে এবং ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ হামলাকারীকে শনাক্ত করেছে। এদিকে গত চার দশকের মধ্যে বর্তমানে নিউইয়র্ক সিটির বাসিন্দারা সর্বোচ্চ মুদ্রাস্ফীতির সাথে লড়াই করছে। আয়ের সাথে ব্যয়ের সামঞ্জ্য থাকছে না। যে কোন দোকানে গেলেই তার প্রমাণ পাওয়া যায়। করোনা মহামারির আগে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকলে করোনা মহামারির সময় ২০২০ ও ২০২১ সালে সবজিনিসের দাম বেড়েছে। গত ১ বছরে ৪০ বছরের রেকর্ড ভঙ্গ করে মুদ্রাস্ফীতি প্রায় শতকরা ৮ ভাগ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে মরার উপর খাড়ার ঘায়ের মত ইউক্রেনে রাশিয়ার আগ্রসনের ফলে ২০০৮ সালের পরে খুব দ্রæত গ্যাসের দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে সকল রেকর্ড ভেঙ্গেছে। যুদ্ধের পর আমেরিকায় গড়ে প্রতি গ্যালন হয়েঠে ৪.৩৪ ডলার। যুদ্ধের প্রথম সপ্তাহে ৪১ সেন্ট বৃদ্ধি পেয়েছিল। এ সপ্তাহে নেমে তা গড়ে ৪.১৬ ডলারে এসেছে। কিন্তু দ্রব্যমূল্যের দাম কমেনি, উল্টো কোন কোন ক্ষেত্রে বেড়েছে। রাশিয়া- ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে গ্যাসের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে প্রত্যেক পরিবারের বার্ষিক ব্যয় বৃদ্ধি প্রায় ২০০০ ডলার হবে বলে একজন বিশ্লেষক মনে করেন। যা জনগণের মানষিক চাপ বৃদ্ধির কারণ হয়ে দাঁড়িয়েছে।

নিউইয়র্ক সিটিতে অস্বাভিক ব্যয় বৃদ্ধির ফলে সাধারণ মানুষের বসবাস প্রায় অসম্ভব হয়ে উঠেছে। এক পরিসংখ্যান থেকে জানা যায়, নিউইয়র্ক সিটির কস্ট অব লিভিং ৪ জনের একটি পরিবারের রেন্ট ছাড়া মাসিক খরচ গড়ে প্রায় ৫,০১৯.০০ ডলার। আর ১ জনের জন্য বাসা ভাড়া ব্যতিত মাসিক খরচ প্রায় ১,৩৬৫.০০ ডলার। যা লসএঞ্জেলেস সিটি থেকে (বাসা ভাড়া ব্যতিত) শতকরা ২৩.৯৬ ভাগ বেশি। আর বাসা ভাড়া প্রায় পড়ে ৩৬.৭২ ভাগ বেশি। নিউইয়র্ক সিটির বিভিন্ন মাসিক ব্যয়ের তালিকা ও গড় মূল্য নিচে দেয়া হলো- বাসা ভাড়া ১ বেডরুমের বাসা সিটির মাঝখানে (মিড টাউন) ৩,৩১৪.৪৮ ডলার, ৩ বেড রুমের গড় ভাড়া ৭,১৭৮.৪৩ ডলার, মিড টাউন বাদে ১ বেড রুমের বাসা ভাড়া গড়ে ২,১৭৮.৯৭ ডলার ও ৩ বেড রুমের ভাড় ৪.২১৭.৫০ ডলার। বাড়ি ক্রয় মূল্য-মিড টাউনে গড়ে প্রতি স্কয়ার ফিট ১,৪১৬.৫৯ ডলার আর অন্যত্র গড়ে ৮১৩.১৯ প্রতি স্কয়ার ফুটের মূল্য, মর্টগ্রেজ রেট বার্ষিক ৪.৮৫%। ইউটিলিটি-বেসিক (ইলেক্ট্রিসিটি, হিটিং, কুসুম, পানি, গার্বেজ) ৯১৫ স্কয়ার ফুটের জন্য গড়ে খরচ প্রায় ১৬২.৮২ ডলার। ১ টা মোবাইল ফোনের গড় খরচ ২৫ ডলার, ইন্টারনেট গড়ে (৬০ এমবিপিএস বা বেশি, আনলিমিটেড ডাটা, ক্যাবলে/ এডিএসএল) ৬৪.৭৮ ডলার। পরিবহন ব্যয়-লোকাল পরিবহন (ট্রেন বা বাস) ওয়ান ওয়ে টিকেট ২.৭৫ ডলার, সাপ্তাহিক পাস ৩৩.০০ ডলার, মাসিক মাস ১২৯.০০ ডলার, ট্যাক্সি স্টাটিং ভাড়া (নরমাল ট্রিপ) ৩.৮০ ডলার নরমাল ট্রাফিকে প্রতি মাইলে ৩.০০ ডলার, ট্রাফিক জ্যামের কারণে ঘন্টায় ওয়েটিং ৩০ ডলার। এ্যাপস ভিত্তির ক্যাবের ভাড়াও প্রায় কাছাকাছি। গ্রোসারীতে রেগুলার দুধ প্রতি গ্যালন গড়ে ৪.৫০ ডলার, ফ্রেশ সাদা রুটি প্রতি পাউন্ড ৩.৪২ ডলার, চাউল (সাদা) প্রতি পাউন্ড ২.৫৩ ডলার, ডিমের ডজন ৩.৭০ ডলার, লোকাল চিজ (পনির) প্রতি পাউন্ড ৬.৬৫ ডলার, চিকেন ফিলেটস প্রতি পাউন্ড ৫.৯৪ ডলার, গরুর মাংস (রাউন্ড) বা রেড মিট সমতুল্য মাংস প্রতি পাউন্ড গড়ে ৮.৯৪ ডলার। আপেল প্রতি পাউন্ড ২.৪৪ ডলার, কমলা প্রতি পাউন্ড ২.২২ ডলার, কলা প্রতি পাউন্ড ১.২৫ ডলার, টমেটো বিভিন্ন জাতের গড়ে প্রতি পাউন্ড ২.৪৫ ডলার, আলু প্রতি পাউন্ড ১.৯০ ডলার, পিঁয়াজ প্রতি পাউন্ড ১.৫৯ ডলার, ল্যাটুস প্রতিটি ২.৬৪ ডলার, দেড় লিটারের পানির বোতল ২.৫০ ডলার, সিগারেট মালবোরো ২০ টার প্যাকেট ১৫ ডলার। রেস্টুরেন্ট-সস্তা রেস্টুরেন্টে জনপ্রতি ২৫ ডলার, মধ্যম মানের ২ জনের জন্য তিন কোর্সের মিল ১০০ ডলার, ম্যাকডোনাল্ডে ম্যাক মিল বা সমমানের কম্বো মিল ১০ডলার। কফি প্রতি কাপ ৩.১২ ডলার, কাপাচিনো রেগুলার ৪.৯৪ ডলার, কোক/পেপ্সি (১২ আউন্স) ২.৪২ ডলার, পানির বোতল ২.০৬ ডলার। কার ইন্স্যুরেন্স-ন্যূনতম লাইবিলিটি ইন্স্যুরেন্স প্রতি মাসে ১৩৬ ডলার আর ফুল কভারেজ ১৯২। অন্যদিকে ২১ বছর বয়সীদের লাইবিলিটি ইন্স্যুরেন্স প্রতি মাসে ৩৪১ ডলার। নিউইয়র্ক সিটিতে লাইসেন্সধারী ড্রাইভারের সংখ্যা ৩৬ লাখ। বেতন- মাসিক গড় নেট বেতন আফটার ট্যাক্স ৬,৪৫৩ ডলার, ন্যূনতম বেতনের আওতায় মাসিক আয় ট্যাক্স কেটে ২২০০ ডলার। কাপড় ও জুতা-১ টা জিন্সের প্যান্ট (লেভিস ৫০১ বা সমমানের) ৬২.০২ ডলার, সামার ড্রেস চেইন স্টোরে (জারা, এইচএন্ডএম) ৬৩.০৯ডলার, ১ জোড়া নাইকি রামিম স্যু (মাঝারি মানের) ৯৭.২৬ ডলার, লেদারের এক জোড়া বিজনেস স্যু ১৬৪.০৮ ডলার।

নিউইয়র্ক এক ব্যয়বহুল সিটি, অপরদিকে আয় কমছে ব্যয় বাড়ছে। সেই সাথে পাল্লা দিয়ে ক্রইমও বাড়ছে। যে কারণে মানুষকে সবসময় আতংকে থাকতে হচ্ছে। বর্তমানে নিউইয়র্ক সিটি ক্রাইম লেভেল ৫১.০১%। গত তিন বছরে বৃদ্ধি পেয়েছে ৫৫.৩০%। ঘর ভেঙে চুরি ৩৯.০২%। ছিনতাইকারি বা ডাকাতির কবলে পড়েছে ৪৬.৫০%। আক্রান্ত ৪৫.৫০%। হেনেস্তা ৫২.৮০%। গাড়ি চুরি ৩৭.৮৬%, গাড়ি ভেঙ্গে মালামাল চুরি ৪৬.৫৭%, ড্রাগ সেবক ও বিক্রয় সমস্যা ৫৮.৫৮%, লিঙ্গ বর্ণ বা ধর্মীয় কারণে হামলার শিকার ৩৭.৫৭%, ভওলেন্ট ক্রাইম বা আর্মড রবারীর সম্ভাবনা৫০.৫৫%। দিনের বেলায় চলাচলে নিরাপদ ৭২.৫৩%, আর রাতের বেলায় তা ৪৯.৮৯%। নিউইয়র্ক সিটিতে বায়ু দূষণ ৫৩.৪৪%, দূষিত পানীয় জল ও দুর্গমতা ২৮.২৩%, শব্দ ও আলো দূষণ ৬৮.৫৭%,পানি দূষণ ৫০.১২%, সিচি নোংরা ও অপরিচ্ছন্ন ৬৫.০৫%। গত ২ বছরে নিউইয়র্ক সিটি থেকে প্রায় ১০ লাখ লোক অন্য স্টেটে মুভ করেছে। উল্লেখ্য, নিউইয়র্ক সিটিতে বর্তমানে লোক সংখ্যা প্রায় ১ কোটি ৮৮ লাখ ৬৭ হাজার।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)