কাতারে প্রথম হ্যাটট্রিক রামোসের


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 07-12-2022

কাতারে প্রথম হ্যাটট্রিক রামোসের

গোলবন্যায় ভাসিয়ে কোয়ার্টারে উঠল পর্তুগাল। দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচে সুইজারল্যান্ডকে ৬-১ গোলে হারিয়ে ওই যোগ্যতা অর্জন করে। অথচ ম্যাচের প্রথম একাদশে ছিলেন না দলের কৃতি ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। সেখানে নেয়া হয় গঞ্জালো রামসকে। সুযোগ পাওয়া এ রামোসই সুইস বাধা তছনছ করে কাতার বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেন। গোলগুলো করেন তিনি ১৭,৫১ ও ৬৭ মিনিটে। গোল এখানেই থেমে ছিল না। এর মধ্যেও হয়েছে। শেষেও হয়েছে। রামোসের প্রথম গোলের পর দ্বিতীয় গোল করেছিলেন পেপে। প্রথমার্ধে ২-০ তে ই এগিয়ে থাকে দলটি।

দ্বিতীয়ার্ধে নেমেই আবার গোল করে দলটি। এবার ওই রামোস। খেলার তখন ৫১ মিনিট। ৩-০। এরপর কিছুক্ষনের মধ্যে রাফায়েল গুরুইরো দলকে এগিয়ে নেন ৪-০ তে। শুরু হয়ে যান যেন গোল উৎসব। এ সময় পাল্টা আক্রমন থেকে সুইজারল্যান্ড একটি গোল পরিশোধ করে। সেটা করেছিল ম্যানুয়েল আকাঞ্জি। পরের গোল রামোসকে দিয়ে। ৬৭ মিনিটে এ গোলের মাধ্যমে হ্যাটট্রিকও করে ফেলেন। রোনালদোকে এরপর নামানো হলেও তিনি গোল করতে পারেননি। তবে অপর বদলি খেলোয়ার লিওন গোল করে দলকে ৬-১ এ এগিয়ে শেষ করেন। পর্তুগাল কোয়ার্টারে মুখোমুখী হবে মরক্কোর বিপক্ষে।

এর আগে তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচে টাইব্রেকারে মরক্কো ৩-০ গোলে হারায় স্পেনকে। নির্ধারিত ও এক্সট্রা টাইমেও গোল করতে পারেনি। তবে গোলের সুযোগ পেয়েও গোল না পেয়ে ব্যার্থ হয়েছে স্পেন। কিন্ত টাইব্রেকারে সুযোগ থাকলেও মরক্কোর গোলরক্ষকের দক্ষতায় একবারও পারেননি তারা মরক্কোর জালে বল ঠেলতে।  



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)