ট্রাম্প আমেরিকার সংবিধান ছুড়ে ফেলতে চায়


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 07-12-2022

ট্রাম্প আমেরিকার সংবিধান ছুড়ে ফেলতে চায়

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবিধান বাতিল করে ২০২০ সালের নির্বাচন উল্টিয়ে দিয়ে তাকে প্রেসিডেন্ট হিসেবে গদিনসীন করার শোর তুলেছেন। তিনি নির্বাচন বাতিল করার ধুয়া তুলে তার ষড়যন্ত্রের থিওরিকে এভাবে আরো জোরালো করেছেন। 

সোশ্যাল নেটওয়ার্ক ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লিখেন, ‘তোমরা কি ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ছুড়ে ফেলে সত্যিকার অর্থে যে জিতেছে তাকে নির্বাচিত বলে ঘোষণা করবে? এই ধরনের এক ব্যাপক ফ্রডের কারণে সমগ্র বিধিবিধান, এমনকি সংবিধানে যা আছে তার  সবকিছু বাতিলযোগ্য। বড় বড় সকল টেক কোম্পানিগুলো ডেমোক্রেটদের সাথে কাজ করেছে। আমাদের মহান প্রতিষ্ঠাতা ভুয়া ও ফ্রড নির্বাচন চায়নি এবং তা কখনো গ্রহণও করবে না।’

হোয়াইট হাউস মুখপাত্র অ্যান্ড্রু বেইটস বলেন, ট্রাম্পের এই মন্তব্য আমাদের জাতীয় জীবনের আত্মার প্রতি এক কলঙ্ক আর তা বিশ্বব্যাপী নিন্দনীয়। তিনি বলেন, ‘যখন আপনি জিতবেন তখনই শুধু আপনি আমেরিকাকে ভালোবাসবেন তা হয় না। আমেরিকার সংবিধান এক মহাপবিত্র দলিল, যা ২০০ বছরের অধিক সময় ধরে আমাদের স্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত করেছে। এই সংবিধান আমেরিকার জনগণকে ঐক্যবদ্ধ করেছে। 

ওয়াইওমিংয়ের প্রাক্তন রিপাবলিকান কংগ্রেস ওম্যান লিজ চেনী, যিনি ট্রাম্পের সমালোচক তিনি বলেন, ট্রাম্পের বক্তব্য জানুয়ারির ৬ তারিখেই দেয়া তার মন্তব্য যা এখন অস্বীকার করতে পারেন না যে, ট্রাম্প সংবিধানের শত্রু।

চেনী পরবর্তী কংগ্রেসে থাকছেন না, তিনি রিপাবলিকান দলকে ট্রাম্পের প্রভাবমুক্ত করতে উদ্যোগী হয়েছেন। 


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)