চাকরি ভিত্তিক ইবি-৩ আবেদন নিয়ে ইমিগ্রেশন বিভাগের তথ্য


মঈনুদ্দীন নাসের , আপডেট করা হয়েছে : 13-04-2022

চাকরি ভিত্তিক ইবি-৩ আবেদন নিয়ে ইমিগ্রেশন বিভাগের তথ্য

 ইবি-৩ ক্যাটাগরি চাকরিভিত্তিক ইমিগ্রেশন সম্পর্কে অনেকে যেসব ভুল তথ্যনির্ভর হয়ে আবেদন করছেন, তাদের জ্ঞাতার্থে ইমিগ্রেশন বিভাগ কিছু তথ্য প্রকাশ করেছে। এসব তথ্য ইবি-৩ এ আবেদনকারীদের জানা অত্যন্ত জরুরি।

আপনি যদি দক্ষ ওয়ার্কার, প্রফেশনাল অথবা অন্য যে কোনো অদক্ষ ওয়ার্কার হয়ে থাকেন, তাহলে এই ইবি-৩ ক্যাটাগরিতে আবেদন করতে পারেন ইমিগ্রেশন ভিসার জন্য।

দক্ষ ওয়ার্কার বলতে বোঝায়, যাদের কাজের জন্য কমপক্ষে ২ বছরের প্রশিক্ষণ অথবা অভিজ্ঞতা রয়েছে তাদের। তবে এই দক্ষতা অস্থায়ী বা মৌসুমি (সিজনাল) প্রকৃতির হলে চলবে না। দক্ষ ওয়ার্কারদের অবশ্যই শিক্ষা, প্রশিক্ষণ অথবা চাকরির সুযোগ গ্রহণে প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে। প্রফেশনাল বা পেশাদারি ব্যক্তিদের অন্তত যুক্তরাষ্ট্রের বাচেলর ডিগ্রি বা সমপর্যায়ের বিদেশি ডিগ্রি। যেমন- বাংলাদেশের মাস্টার্স ডিগ্রিধারীরা আমেরিকায় ব্যাচেলার ডিগ্রির সমান) থাকতে হবে বা কোনো পেশার সদস্য হতে হবে।

অন্যান্য ওয়ার্কার সাব-ক্যাটাগরি বলতে সেসব ব্যক্তিদের বোঝায়, যারা অদক্ষ লেবার, যাদের ২ বছরের কম প্রশিক্ষণ ও দক্ষতার প্রয়োজন রয়েছে, কিন্তু তারা অস্থায়ী বা মৌসুমি (সিজনাল) ওয়ার্কার নয়।

যেভাবে ইবি-৩-এর জন্য যোগ্য বিবেচিত হবে

দক্ষ ওয়ার্কার : আপনাকে অবশ্য দেখাতে হবে যে, আপনার ২ বছরের কাজের অভিজ্ঞতা আছে। কাজের উপযোগী শিক্ষা ও প্রশিক্ষণ রয়েছে যা লেবার সার্টিফিকেশনে উল্লেখ আছে।  তবে যথাযথ মাধ্যমিক শিক্ষা পরবর্তী শিক্ষাকে প্রশিক্ষণ হিসেবে দেখানো যায়। আপনাকে অবশ্যই এমন কাজ করতে হবে, যার জন্য যোগ্য কর্মী যুক্তরাষ্ট্রে পাওয়া যায় না।

পেশাদার ক্যাটাগরি : আপনাকে দেখাতে হবে যে, আপনি আমেরিকান ব্যাচেলর ডিগ্রিধারী অথবা বিদেশের সমপর্যায়ের ডিগ্রিধারী। কোনো পেশায় প্রবেশের জন্য ব্যাচেলর ডিগ্রি একটি স্বাভাবিক প্রয়োজনীয় বিষয়। 

আপনাকে এমন কাজ করতে হবে, যে কাজের জন্য যুক্তরাষ্ট্রে যোগ্য ওয়ার্কার পাওয়া যায় না। এই ক্যাটাগরিতে ব্যাচেলর ডিগ্রির জন্য শিক্ষা এবং অভিজ্ঞতা কোনো বিকল্প হিসেবে গণ্য নয়।

তাছাড়া লেবার সার্টিফিকেশনে উল্লেখ রয়েছে এমন সব প্রয়োজনীয় নির্দেশনাও পূরণ করতে হবে।

অদক্ষ ওয়ার্কার (অন্যান্য ওয়ার্কার) : আপনাকে এমন সক্ষমতা প্রদর্শন করতে হবে যে, আপনার দক্ষতার প্রয়োজন নেই এমন কাজ করতে আপনি অভ্যস্ত (আপনার দু’বছর বা তার চেয়ে কম প্রশিক্ষণ প্রয়োজন) আর সে প্রশিক্ষণ কোনো অস্থায়ী বা মৌসুমি ধরনের কাজের জন্য হলে চলবে না। আপনাকে লেবার সার্টিফিকেশনের অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা পূরণ করতে হবে। 

সকল ইবি-৩ প্রেফারেন্সের জন্য লেবার সার্টিফিকেশন ও স্থায়ী ফুলটাইম চাকরির প্রয়োজন। 

আপনার আবেদনে অনুমোদিত লেবার সার্টিফিকেশন সংযুক্ত থাকতে হবে। কোনো কোনো ক্ষেত্রে আবেদন ইমিগ্রেশনের কাছে অননুমোদিত সনদ দিয়েই পাঠানো যায়।

আপনাকে ইবি-৩ ভিসার জন্য আই-১৪০ ফরম পূরণ করতে হবে। আপনার নিয়োগকর্তাকে আপনার বেতন পরিশোধে যে সামর্থ্য রয়েছে, তার আর্থিক যোগ্যতার সার্বক্ষণিক (কন্টিনিউয়িং) যোগ্যতা যে রয়েছে তার প্রমাণ দেখাতে হবে। 

আপনার আই-১৪০ আবেদন মঞ্জুর হলে আপনি আপনার ২১ বছরের কম বয়সী সন্তানও স্ত্রীকে আনার জন্য ই-৩৪, ডিব্লিউ-৪ এবং ই-৩৫-এ আবেদন কতে পারেন। এই ইবি-৩ ক্যাটাগরিতে প্রিমিয়াম আবেদনেরও সুযোগ হবে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)