এক ম্যাচ হাতে রেখে ভারতের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 08-12-2022

এক ম্যাচ হাতে রেখে ভারতের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ

ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ। মিরপুর শেরেবাংলায় অনুষ্টিত তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে দাপটের সঙ্গে খেলে ম্যাচ জিতে নেয় পাচ রানে। 

প্রথম ব্যাটিং করতে নেমে এ ম্যাচে বিপাকে পরে গিয়েছিল বাংলাদেশ। ব্যাট হাতে এক সময় তাদের রান ছিল ৬৯ রান ৬ উইকেট। দ্বায়িত্বশীল সব ব্যাটসম্যনই যখন আউট। তখন দলের দ্বায়িত্ব নেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ ও আগের ম্যাচের বিজয়ের নায়ক মেহেদি হাসান মিরাজ। এরা ১৪৮ রানের গুরুত্বপূর্ন পার্টনারশীপ খেলে দলের রান নিয়ে যায় সন্মানজনক অবস্থানে। রিয়াদ ৯৬ বলে ৭৭ করে আউট হলেও মিরাজ শেষ পর্যন্ত অপরাজিত থেকে সেঞ্চুরী করে তবেই ফেরেন। ১০০ রান করেন তিনি ৮৩ বলে। যার মধ্যে  ছক্কা হাকান ৪টি ও চার আটটি। ইনিংস শেষে বাংলাদেশের স্কোর ২৭১/৭। ওয়াশিংটন সুন্দর তিনটি এছাড়া সিরাজ ও মালিক নেন দুটি করে উইকেট।

এরপর ২৭২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে সুচনাতেই বিরাট কোহলি সহ দ্বায়িত্বশীলদের হারাতে থাকে ভারত। এক সময় দলের রান দাড়ায় ৬৪/৪। পরে আইয়ার আক্সার প্যাটেলদের উপর ভর করে জয়ের লক্ষ্যে এগুতে থাকলেও বাংলাদেশের মুস্তাফিজ সহ অণ্যান্যদের বোলিংয়ের মুখে বেশ পিছিয়ে পরে। এক সময় প্রয়োজনীয় রান রেট ১২ তে চলে গেলে প্রেসার চলে আসে। পরে অবশ্য ইনজুরির জন্য শেষের দিকে ব্যাটিংয়ে নামা রুহিত শর্মা বেশ কয়েকটি শটস খেলে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুললেও মুস্তাফিজের শেষ ওভার থেকে প্রয়োজনীয় রান নেয়া আর সম্ভব হয়নি। ফলে ইনিংস থেমে যায় তাদের ২৬৬/৯ এ। এবাদত তিনটি এছাড়া সাকিব ও মিরাজ নেন দুটি করে উইকেট। এতে ২-০ তে সিরিজ জিতল বাংলাদেশ। শেষ ম্যাচ চট্টগ্রামে। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)