মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 09-12-2022

মির্জা ফখরুল  ও  মির্জা আব্বাসকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ডিবি প্রধান মোহাম্মাদ হারুন অর রশীদ। শুক্রবার বেলা ১২ টার কাছাকাছি সময়ে সাংবাদিকদের ডিবি কার্যালয়ের সামনে এ তথ্য জানান। 

ডিবি প্রধান এ সময় বলেন, গত বুধবার বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ, নয়াপল্টনের পরিস্থিতির বিষয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত তাদের আটক বা গ্রেফতার করা হয়নি। জিজ্ঞাসাবাদ করার জন্য আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ  শেষে পরবর্তি সিদ্ধান্ত নেয়া হবে। 

এ সময় তিনি বিএনপি সমাবেশে ভেনু প্রসঙ্গেও একটা সমঝোতায় যাচ্ছে বলে জানান। 

বিএনপির একটি মহাসমাবেশের আগে শীর্ষ এ দুই নেতাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনীয়তা ছিল কি - না এমন এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, আমরা জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ আমরা করতেই পারি। দুইদিন আগে ওই ঘটনায় আমাদের প্রায় ৫০ - ৬০ জন পুলিশ আহত হয়েছে। এবং সেখানে অনেক ভাংচুর হয়েছে। জানমালের ক্ষতি হয়েছে। সবকিছু মিলিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করছি।জিজ্ঞাসাবাদ  শেষে পরবরতি সিদ্ধান্ত জানাতে পারব। তবে এটাকে আটক বা গ্রেফতার করা হয়েছে বলা যাবে কি না এ ব্যাপারে তিনি পরিস্কার কিছু বলেননি। বলেছেন আমরা জিজ্ঞাসাবাদ করছি।  


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)