বিকেল থেকেই লোকারণ্য গোলাপবাগ মাঠ


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 09-12-2022

বিকেল থেকেই লোকারণ্য গোলাপবাগ মাঠ

বিএনপি ১০ ডিসেম্বর মহাসমাবেশ করার জন্য গোলাপবাগ মাঠের বরাদ্ধ পাওয়ার পর থেকেই লোকজনের উপস্থিতি শুরু হয়ে যায়। বিকেল থেকে রাতঅব্দি সেখানে প্রচুর জনসমাগম ঘটে।  মাঠের বিভিন্ন প্রান্তে বিএনপির কর্মীরা জড়ো হয়ে শ্লোগানের পর শ্লোগান দিতে থাকে। মুলত বাধা বিপত্তি উপেক্ষা করে যারা এ সেমাবেশে উপস্থিত হওয়ার পরিকল্পনা করেছেন, তারা যেন নির্ভয়ে এসে যোগ দেন সে জন্য অভয় দিতেই তাদের উচ্ছাস প্রকাশ। বিএনপির আটক মহাসচিব মির্জা ফখরুল, মির্জা আব্বাস, রুহুল কবীর রিজভী সহ কেন্দ্রীয় নেতৃবৃদ্ধ যারা ইতিমধ্যে আটক হয়ে কারাগারের তাদের অবর্তমানে বাকী যারা রয়েছেন তারা এ সম্মেলনে বক্তব্য দেবেন। ও  বিএনপির নেক্সট কর্মসূচি ঘোষনা দেয়ার কথা। 


গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশের অনুমতি

বিএনপি ১০ ডিসেম্বর তাদের বিভাগীয় সম্মেলনের জন্য গোলাপবাগ মাঠ পেয়েছে। অনেক নাটকীয়তার পর শেষাব্দি গোলাপবাগ মাঠের জন্য ডিএমপির কাছে অনুরোধ জানালে পুলিশ সেটাতে অনুমোদন দেয়। ফলে দীর্ঘদিনের সমাবেশের জন্য স্থান নির্ধারনের বিষয়টি ঝুলে থাকার পর সমাবেশের আগের দিন দুপুরে বিষয়টি নিশ্চিত হলো। 

এর আগে বিএনপি নয়া পল্টন মাঠ সমাবেশের জন্য আবেদন করলে ডিএমপি সোহরাওয়ার্দী উদ্যানের অনুমোদন দেয়। কিন্তু বিএনপি সেখানে সমাবেশ করতে রাজী হয়নি। পরে নয়া পল্টনে গত ৭ ডিসেম্বর ব্যাপক সংঘর্ষের পর সেখানে একজন নিহত ও বেশ কিছু পুলিশ ও বিএনপি নেতাকর্মী আহত হওয়ার পর চলে ব্যাপক ধরপাকড়।


এরই মধ্যে বিএনপি আবারও ভেনু প্রস্তাবনা নিয়ে গেলে সেখানে দুই মাঠ আলোচনায় উঠে আসে। বিএনপি প্রত্যাশা করে কমলাপুর স্টেডিয়াম। আর ডিএমপি জানায় মিরপুর বাঙলা কলেজের মাঠের কথা। বিএনপি সেখানে আপত্তি করলে সর্বশেষ বিএনপি গোলাপবাগ মাঠের আবেদন করলে সেটাতে অনুমোদন মেলে। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)