বিয়ের মাধ্যমে গ্রিনকার্ডের শর্ত বাতিলে ক্ষেত্রবিশেষে ইন্টারভিউ নেবে না


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 13-04-2022

বিয়ের মাধ্যমে গ্রিনকার্ডের শর্ত বাতিলে ক্ষেত্রবিশেষে ইন্টারভিউ নেবে না

ইউএস সিটিজেনশিপ ও ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএ) শর্তসাপেক্ষে প্রাপ্ত পারমান্যান্ট রেসিডেন্স (সিপিআর) বা গ্রিনকার্ডের শর্ত মওকুফে ঝুঁকিপূর্ণ ইন্টারভিউ সম্পর্কিত নীতির নতুন ঘোষণা জারি করেছে গত সপ্তাহে। এই আবেদন হচ্ছে যারা তাদের গ্রিনকার্ডের শর্ত মওকুফে আবেদন করেছেন।  যেমন- বিয়ের মাধ্যমে শর্তসাপেক্ষে ২ বছরের জন্য পাওয়া গ্রিনকার্ড।

এই নতুন ঘোষণায় ইমিগ্রেশন অফিসারদের সিপিআর সম্পর্কিত সাক্ষাৎকার মওকুফে অর্থাৎ যারা ফরম আই-৭৫১ বা শর্ত তুলে নেয়ার আবেদন করেছেন, তাদের আবেদন বিনা সাক্ষাৎকারে কখন গ্রহণ করা হবে তার গাইড প্রদান করেছেন। এই নতুন আপডেট ইতিপূর্বেকার এজেন্সি গাইডেন্সের পরিবর্তে দেয়া হয়েছে। ইতিপূর্বের সকল সিপিআর স্ট্যাটাস যা কনস্যুলার প্রসেসিংয়ে লাভ করা হয়েছে, তাদের সকলকে ইন্টারভিউ দিতে হতো। 

ইউএসসিআইএস পরিচালক উর এম জাড্ডু বলেন, ‘ঝুঁকিপূর্ণ কৌশলী আবেদন প্রক্রিয়া বাস্তবায়িত হলে তা প্রসেসিং টাইমের দক্ষতা বাড়াবে, এজেন্সির স্টাফের ব্যবহারের প্রয়াস উন্নত করবে এবং তা পেনডিং কেস লোড কমাবে। একইসঙ্গে এজেন্সির ফ্রড শনাক্তকরণেও জাতীয় নিরাপত্তা বিধানে গৃহীত প্রক্রিয়া বলবৎ রাখবে। এই আপডেট এজেন্সির ইমিগ্রেশন সিস্টেমে প্রতিবন্ধকা ভাঙার জন্য কাজ করবে এবং যারা বেনিফিট নিতে চান, তাদের ওপর অযথা প্রদত্ত ভার লাঘব হবে।’

এই নতুন পলিসিতে ইউএসসিআইএস যদি মনে করে যে, এই নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই, তাহলে সাক্ষাৎকার না নিয়ে শর্ত তুলে দিতে পারে। ওয়েভারের জন্য যৌথভাবে কর প্রদান করতে হবে। সেখানে কোনো ফ্রড বা মিস রিপ্রেজেনটেশন থাকতে পারবে না। সেখানে কোনো অসত্য ফ্যাক্ট বা ইস্যু থাকতে পারবে না। সেখানে কোনো ক্রিমিনাল হিস্টোরি থাকতে পারবে না। আর তা যদি ধরা পড়ে, তাহলে সিপিআর বাতিল করা হবে। 

বিয়ের মাধ্যমে যদি কোনো অনাগরিক গ্রিনকার্ড পায়, তাহলে তার শর্ত বাতিলের জন্য দু’বছর পূরণ হবার পূর্বে আবেদন করতে হবে। আর তার জন্য ফরম আই-৭৫১ দুই বছর পূরণ হবার ৯০ দিন পূর্বে পেশ করতে হবে। 



 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)