পর্তুগালকে কাদিয়ে সেমিতে মরক্কো


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 10-12-2022

পর্তুগালকে কাদিয়ে সেমিতে মরক্কো

আফ্রিকান ফুটবলের ইতিহাসে প্রথম কোনো দল হিসেবে বিশ্বকাপের ফাইনালে উঠলো মরক্কো। শুধু আফ্রিকায় কেন, মুসলিম দেশ মরক্কোর সাফল্য আরব দেশসমুহেও উচ্ছাস। পর্তুগালকে হারানোর রাতটা তারা উপভোগ করেছে দারুন উদযাপনের মাধ্যমে।


কাতার বিশ্বকাপের আল থুমামা স্টেডিয়াম জুড়েই ছিল লালবর্ণের ছটা। অনেকটা হোম গ্রাউন্ডের মত সাপোর্ট নিয়ে খেলেই ফুটবল বিশ্বের অণ্যতম শক্তি ক্রিশ্চিয়ান রোনালদোর দেশ পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে ওই যোগ্যতা অর্জন করে।  খেলার ৪২ মিনিটে পর্তুগীজ পোষ্টের সামনে দারুন এক হেডে বল জালে জড়িয়ে দেন ইউসুফ। সেটা আর পরিশোধ করতে পারেনি পর্তুগাল।


তবে এ ম্যাচে রোনালদোকে দ্বিতীয়ার্ধে নামানো নিয়ে বিতর্ক রয়েছে। রোনালদো নিজেও উসখুস করছিলেন। কারন প্রথমার্থে পর্তুগালের আক্রমন সেভাবে জোড়ালো না হওয়ায় প্রায়ই কাউন্টার অ্যাটাকে চলে যায় মরক্কো। সে ধারাবাহিকতাতে গোলও পেয়ে যায় তারা। পরে রক্ষনভাগ শক্ত করে পর্তুগালের সব প্রচেষ্টা নষ্ট হয়ে যায়। এ ম্যাচেও দারুন পারফরমেন্স ছিল মরক্কোর গোলরক্ষকের। 

সেমিফাইনালে ইংল্যান্ড  ফ্রান্সের বিজয়ীর বিপক্ষে খেলবে মরক্কো। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)