চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই দিবস উদযাপন


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 14-12-2022

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই দিবস উদযাপন

গত ৯ ডিসেম্বর নিউইয়র্কে উদযাপিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস ও গুণীজন সম্মাননা ২০২২। প্রায় শতাধিক অ্যালামনাই ও তাদের পরিবারের উপস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করে তাদের প্রিয় বিদ্যাপীঠের ৫৭তম জন্মদিবস। চবি অ্যালামনাইয়ের সাধারণ সম্পাদক আশিক মাহমুদের সঞ্চালনায় এবং সভাপতি এমলাক হোসেন ফয়সলের সভাপতিত্বে সভার শুরুতেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরিন আখতারের পাঠানো ভিডিও বার্তা দেখানো হয় এবং বিশ্ববিদ্যালয়ের ওপর নির্মিত ডকুমেন্টরি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি বিজ্ঞান অনুষদের দুইবারের নির্বাচিত সাবেক ডিন ও পরিসংখ্যান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল করিম। বিশেষ অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল আহমেদ (অব.) পিএসসি। আয়োজক কমিটির কনভেনর প্রফেসর সোলায়মান আগত অ্যালামনাই ও অতিথিদের স্বাগত জানান। সদস্য সচিব বদিউল আলম, প্রফেসর সিরাজ, হাবিবুর চৌধুরী, জাহাংগীর আলম, বদরুল হক আজাদ, সমাজসেবক হেলাল উদ্দীন ও কাজী মোবাশ্বর হাশেমীসহ সিনিয়র অ্যালামনাইরা বক্তব্য রাখেন। সকল অ্যালামনাইকে নিয়ে সভাপতি ও প্রধান অতিথি কেক কেটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন পর্বের সমাপ্তি ঘোষণা করেন।

দ্বিতীয় পর্বে কমিউনিটিতে অবদান রাখার জন্য গুণীজন সম্মাননা দেয়া হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডপ্রাপ্ত শেফ খলিলুর রহমান, ডা. আতাউল ওসমানী, অ্যাটর্নি মঈন চৌধুরী, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, শামীমা খানম, ইকবাল হোসেন, আব্দুল হান্নান পান্না সভাপতি সন্দ্বীপ সোসাইটি, আব্দুর রহীম, প্রফেসর আবুল কালাম আজাদ (মরণোত্তর), ড. শওকত আলী, ড. আবুল কাসেম, কাজী ইসমাইল, সামসুল ইসলাম মজনু ও এমলাক হোসেন ফয়সল।

অনুষ্ঠানের শেষপর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)