মরক্কোকে হারিয়ে ফাইনালে ফ্রান্স


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 15-12-2022

মরক্কোকে হারিয়ে ফাইনালে ফ্রান্স

বিশ্বকাপের আবারও ফাইনালে উঠেছে ফ্রান্স। বর্তমান চ্যাম্পিয়নরা সেমিফাইনালে আসরের আলোচিত মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ওই যোগ্যতা অর্জন করে। আগামী ১৮ ডিসেম্বর শিরোপা নির্ধারনি খেলায় মুখোমুখী হবে তারা আর্জেন্টিনার।

গত ফাইনালে ক্রোয়েশিয়াকে সহজে হারিয়ে চ্যাম্পিয়ন হলেও এবার ক্রোয়েশিয়াকে সেমিতে হারিয়ে এ ফাইনালে আর্জেন্টিনা। 

এ ম্যাচের ৫ মিনিটেই গোল করে বসে ফ্রান্স। একটি সম্মিলিত আক্রমন থেকে গোলটি করেন থিও এরনান্দেজ। এরপর গোল শোধের সুযোগ পেয়েও সেটি কাজে লাগাতে পারেনি মরক্কো। প্রথমার্ধ এভাবে কেটে যাবার পর দ্বিতীয়ার্থে আবারও গোল করে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের শট একজন ডিফেন্ডারের গায়ে লেগে সামনে এলে মুয়ানি আর দেরী করেননি। বল ঠেলে দেন জালে ২-০। 



তবে গোটা খেলায়ই ছিল আক্রমন পাল্টা আক্রমনে। মরক্কো কখনই দুর্বল ভাববার সুযোগ ছিলনা। যে সুযোগ তারা মিস করছে সেগুলো গোল হলে ম্যাচে আরো গেল হয়। তবে এটাও ঠিক, মরক্কোর রক্ষনভাগ বিশেষ গোলরক্ষক তার সুনাম বজায় রাখতে পেরেছেন চমৎকার সেভ এর মাধ্যমে। শেষ রক্ষা না হলেও দুর্দান্ত ফরাসী আক্রমনগুলো ভালমত রুখতে পেরেছেন। 




প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)