নতুন ভিসা চালুর উদ্যোগ শ্রীলঙ্কার


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 20-12-2022

নতুন ভিসা চালুর উদ্যোগ শ্রীলঙ্কার

অর্থনীতি ভেঙ্গে পরা শ্রীলঙ্কা উঠে দাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে। বিভিন্নভাবে তাদের দেশে বিদেশী বিনিয়োগকারীতে আকৃষ্ট করতে নানা উদ্যোগ নিয়েছে তারা। এরই অংশ বিশেষ তাদের দেশে নতুন ধরনের ভিসা চালুকরন। দেশটির  

মন্ত্রিসভা কমিটি বিদেশীদের জন্য বিনিয়োগ, কর্মসংস্থান ও আবাসিক ভিসা চালুর অনুমোদন দিয়েছে। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট এর মূল লক্ষ্য। মন্ত্রীসভার মুখপাত্র বান্দুলা গুনবর্ধনা মঙ্গলবার এ কথা জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, প্রস্তাবটি উপস্থাপন করেন জননিরাপত্তা মন্ত্রী তাইরান এলেস। পোর্ট সিটি সচল ও সক্রিয় রাখতে এমন ভিসা গুরুত্বপূর্ণ। শ্রীলংকা আশা করছে, আগামী বছরগুলোর পোর্টসিটি বিদেশি বিনিয়োগের মূলকেন্দ্র হয়ে উঠবে। সমুদ্র থেকে পুনরুদ্ধার করা ২৬৯ হেক্টর এলাকা নিয়ে বিস্তৃত পোর্ট সিটিতে, ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট সেন্ট্রাল পার্ক, মারিয়ানা ইন্টারন্যাশনাল আইল্যান্ড সহ মোট পাঁচটি অঞ্চল থাকবে বলে জানানো হয়। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)