মহান বিজয় দিবস পালন জাতীয় পার্টির


প্রেস বিজ্ঞপ্তি , আপডেট করা হয়েছে : 21-12-2022

মহান বিজয় দিবস পালন জাতীয় পার্টির

জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা নিউইয়র্কে গত ১৮ ডিসেম্বর জ্যাকসন হাইটস্থ টেস্ট অব লাহোর রেস্টুরেন্ট মিলনায়তনে ৫১তম মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালন করে। সংগঠনের সভাপতি হাজি আবদুর রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার, উপদেষ্টা মো. আলী, জাপার সিনিয়র সহ-সভাপতি জসিম চৌধুরী, সহ-সভাপতি অ্যাডভোকেট হারিস উদ্দিন আহমেদ, সহ-সভাপতি ডা. মোহাং সেলিম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক জহির কবির, সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মীর জাকির, যুব সম্পাদক শফি আলম, মহিলা সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, কোষাধ্যক্ষ জি.এম ইলিয়াছ প্রমুখ।

সভার শুরুতে ’৭১ সালে যারা যুদ্ধে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। সভায় বক্তারা বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছরেও স্বাধীনতার চেতনা বাস্তবায়ন হয়নি। শোষণ, বাঞ্চনা, দুর্নীতি ও দুঃশাসন থেকে মুক্তি পায়নি দেশের মানুষ। দেশের মানুষ অর্থনৈতিক মুক্তি মেলেনি। মানুষ গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়নি, বেকারত্ব দূর করতে দেশের কোনো উদ্যোগ নেই। এতেই প্রমাণ হয় দেশের মানুষ স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারছে না। তাই আগামী প্রজন্ম যেন স্বাধীনতার প্রকৃত স্বাদ ভোগ করতে পারে, সেজন্য সকল রাজনৈতিক শক্তির ঐকমত্য জরুরি। তারা বলেন, স্বাধীনতার চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই। শুধু পদ্ধতিগত কারণেই সুষ্ঠু নির্বাচন সম্ভব হচ্ছে না। আনুপাতিক হারে নির্বাচন হলে, নির্বাচন শুধু মার্কা থাকবে। কোনো প্রার্থী থাকবে না।

তাই নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করতে পারবে না। স্বাধীনতাবিরোধীদের সাথে অনেক রাজনৈতিক দলের সাথে সম্পর্ক আমরা দেখেছি। স্বাধীনতাবিরোধীদের সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক হতে পারে না। জাতীয় পার্টি কখনো স্বাধীনতাবিরোধীদের সাথে সম্পর্ক করবে না। প্রেস বিজ্ঞপ্তি


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)