বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের ইন্টারফেইথ ইফতার


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 13-04-2022

বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের ইন্টারফেইথ ইফতার

 নিউইয়র্কে ব্রঙ্কসে অনুষ্ঠিত হয়েছে মূলধারার অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিল (বিএসিসি)-এর ৭ম বার্ষিক ইন্টারফেইথ ইফতার। গত ৯ এপ্রিল শনিবার খলিল হালাল চায়নিজ রেস্টুরেন্টে এ ব্যতিক্রমী ইফতার অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল হক এবং এ ইসলাম মামুনের সঞ্চালনায় এই বার্ষিক ইন্টারফেইথ ইফতার অনুষ্ঠানে বাংলাবাজার জামে মসজিদের খতিব মওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া রমজানের তাত্পর্য নিয়ে আলোচনা করে বলেন, রমজান মাসেই পবিত্র কোরআন অবতীর্ণ হয়। কোরআন হাদিসের নির্দেশিত পথে চলার মাধ্যমেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তিনি ইসলামে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা, সাম্প্রদায়িক সম্প্রীতির বিভিন্ন দিক উল্লেখ করে বলেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। ইসলামের প্রকৃত শিা কথায় নয়, কাজের মাধ্যমে তুলে ধরলে ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর হবে। পরে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া।

অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মরহুম কামাল আহমেদ এবং বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশন ও বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম গিয়াস উদ্দিনকে বিশেষভাবে স্মরণ করা হয়। খ্রিস্ট ধর্মীয় নেতা ফাদার ডেভিড পাওয়ার ধর্মীয় গ্রন্থের আলোকে সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় ভ্রাতৃত্ববোধ, শান্তি ও সহমর্মিতার শিণীয় দিক তুলে ধরেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্কচেস্টার টাইমসের সম্পাদক মো. মুসা, কমিউনিটি নেতা আবদুস শহীদ, আব্দুর রহিম বাদশা, বারী হোম কেয়ারের প্রেসিডেন্ট আসেফ বারী টুটুল, কমিউনিটি নেতা আব্দুল হাসিম হাসনু, সাখাওয়াত আলী, মঞ্জুর চৌধুরী জগলুল, সাইদুর রহমান লিংকন, মো. খলিলুর রহমান, আলমগীর খান আলম, সামাদ মিয়া জাকের, ডা. নাহিদ খান, আবদুল গাফফার চৌধুরী, সারোয়ার চৌধুরী, আহসান হাবিব, কমিউনিটি অ্যাক্টিভিস্ট বোরহান উদ্দিন, রাশেদ মজুমদার, লেখিকা পলি শাহিনা, আম্বিয়া বেগম অন্তরসহ কমিউনিটি ও ধর্মীয় নেতারা।

বক্তারা বলেন, ইন্টারফেইথ ইফতার অনুষ্ঠান বিভিন্ন ধর্ম, সম্প্রদায় ও কমিউনিটির মধ্যে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করণে বিশেষ ভ‚মিকা রাখবে। প্রবাসে নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ও ইসলামী সংস্কৃতির পরিচিতি ঘটাতে ইন্টারফেইথ ইফতার বড় ভ‚মিকা রাখবে। সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার মানবীকতায় উজ্জীবিত হয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব সম্প্রদায়কে একযোগে কাজ করতে হবে।

বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার সংগঠনটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, গণমানুষের অধিকার রা, ইমিগ্র্যান্টদের মূলধারায় সম্পৃক্তকরণ, তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভ‚মিকা রাখছে। এছাড়াও বর্ণবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী কার্যক্রমসহ সংগঠনটি বাংলাদেশ ডে প্যারেড, ইন্টারফেইথ ইফতার ও পথমেলার মাধ্যমে কমিউনিটি, বাঙালি কৃষ্টি ও সাংস্কৃতিক উন্নয়নে বলিষ্ঠ ভ‚মিকা রেখে চলেছে। অনুষ্ঠানের সার্বিক তত্ত¡াবধানে ছিলেন বিএসিসির কর্মকর্তারা।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)