আওয়ামী লীগের আজ ২২ তম জাতীয় সম্মেলন


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 24-12-2022

আওয়ামী লীগের আজ ২২ তম জাতীয় সম্মেলন

আওয়ামী লীগের ২২ তম জাতীয় সম্মেলন আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

 সম্মেলন সামনে রেখেই সংগঠনের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়। 

 আজ সকাল সাড়ে দশটায় সোহরাওর্দী উদ্যানে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় পতাকা উত্তোলনের পর কেন্দ্রীয় নেতৃবৃন্দ মঞ্চে আসার পর- আধা ঘন্টা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হবে।

 এরপর শোক প্রস্তাব উত্থাপন করবেন দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করবেন, বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্বাগত বক্তব্য রাখবেন সম্মেলন কমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম। সভাপতি শেখ হাসিনার বক্তব্য মধ্য দিয়ে প্রথম অধিবেশন শেষ হবে। এবারের জাতীয় সম্মেলনে সারাদেশ থেকে ৭০০০ কাউন্সিলর এবং লক্ষাধিক নেতাকর্মী অংশ নেবেন বলে জানা গেছে। 

এরপর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন শুরু হবে- কাউন্সিল অধিবেশন। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে। দলের নেতৃত্ব নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিটি গঠন করা হয়েছে। 

 গতকাল সম্মেলনস্থল পরিদর্শনে গিয়ে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ সবসময় একটি স্মার্ট দল। আর দলটি সব সময় প্রথমই ভাবে জাতিকে এগিয়ে নিতে হলে কি করতে হবে। আমি আওয়ামী লীগের হাত ধরে ডিজিটাল বাংলাদেশ গড়ার পর ‘স্মার্ট বাংলাদেশ’ আওয়ামী লীগের  হাত ধরে হবে বলে বিশ্বাস করি। 

 এদিকে জাতীয় সম্মেলন উপলক্ষে একটি উপকমিটি কাজ করছে। 

 সকল প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছেন তার আগেই। 

 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, এবারের সাদামাটা হলেও নেতাকর্মীরা কম হবে না। নেতাকর্মীদের ঢল নামবে। দেশের মানুষ কষ্টে আছে সাজসজ্জা করা হয়নি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের মানুষকে নিয়ে ভাবেন। দেশের মানুষের কথা ভেবে সাদামাটা করা হচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের জাতীয় সম্মেলন এর বেশিরভাগই দুই দিনব্যাপী হয়েছে। এবার তা একদিনে নামিয়ে আনা হয়েছে খরচ কমাতে। ২০১৯ সালে সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০ ও ২১ ডিসেম্বর। সর্বশেষে ছিল তিন কোটি ৪৩ লাখ টাকা বাজেট। এবারের সম্মেলনে ৩ কোটি ১৩ লাখ অনুমোদন করেছেন আওয়ামী লীগের জাতীয় কমিটি। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)