`স্বৈরাচারী ফায়দায় ক্ষমতায় থাকা নিশ্চিত করতে চাইছে'


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 28-12-2022

`স্বৈরাচারী ফায়দায় ক্ষমতায় থাকা নিশ্চিত করতে চাইছে'

সিপিবি সাধারণ সম্পাদক  রুহিন হোসেন প্রিন্স বলেছেন শান্তিপূর্ণ সমাবেশে উপর হামলা চালিয়ে সরকার মানুষের সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার খর্ব করে স্বৈরাচারী ফায়দায় ক্ষমতায় থাকা নিশ্চিত করতে চাইছে।


ঢাকার বাহাদুর শাহ পার্কে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ চলাকালে স্থানীয় ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা ও নেতা-কর্মীদের আহত করার প্রতিবাদে এক সমােেবেশশ তিিিন একথা বেেলন।

বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগর 

গত ২৭ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৪ ঘটিকায় পুরানা পল্টন মোড়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে।


বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগর এর সমন্বয়ক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি ডা. সাজেদুল হক রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদ নেতা জুলফিকার আলী, বাসদ (মার্কসবাদী) নেতা মানস নন্দী, বিপ্লবী কমিউনিস্ট লীগের ডা. হারুন অর রশীদ, সমাজতান্ত্রিক আন্দোলনের রুবেল সিকদার। সভা পরিচালনা করেন বাসদ (মার্কসবাদী) নেতা রাজু আহমেদ।


সমাবেশে রুহিন হোসেন প্রিন্স

 আরোও বলেন, রাজনীতিকে আজ লুটেরাদের খেলায় পরিণত করেছে। দুর্নীতি-লুটপাট অব্যাহত রেখে দেশী-বিদেশী স্বার্থন্বেষী গোষ্ঠীর মদদ নিয়ে ক্ষমতায় থাকতে চায়। তারা জনগণের স্বার্থ রক্ষা করতে পারে না। তিনি জনগণকে দুঃশাসনের অবসান ও ব্যবস্থা বদলের সংগ্রামে এগিয়ে আসার আহ্বান জানান।


সমাবেশে বক্তারা বলেন, হামলা, দমন-পীড়ন করে বামপন্থীদের কণ্ঠরোধ করা যাবে না। নেতৃবৃন্দ ২০১৮ সালের ভোট ডাকাতির প্রতিবাদে আগামী ৩০ ডিসেম্বর সারাদেশে কালো দিবস পালনের আহ্বান জানান।


নেতৃবৃন্দ ঘোষণা দেন আগামীতে বাহাদুর শাহ পার্কে আবারও বাম জোটের সমাবেশ হবে, প্রয়োজনে সন্ত্রাসীদের প্রতিহত করা হবে।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)