২০২৩ সালে সিটিজেনশিপ টেস্টের নতুন ট্রায়াল চলবে


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 28-12-2022

২০২৩ সালে সিটিজেনশিপ টেস্টের নতুন ট্রায়াল চলবে

যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ ও ইমিগ্রেশন সার্ভিস (ইউএসসিআইএস) ঘোষণা করেছে যে, এই সংগঠন সারা দেশে ন্যাচারালাইজেশন বা সিটিজেনশিপ টেস্টের কতিপয় অংশ পরিবর্তনের জন্য একটি ট্রায়াল অনুষ্ঠান করবে। বর্তমানে সিটিজেনশিপ টেস্ট চারটি বিষয়ে অনুষ্ঠিত হয়- পড়া, লেখা, পৌরনীতি ও ইংরেজিতে কথা বলার দক্ষতা। সম্প্রতি ইউএসসিআইএসের বিষয়ভিত্তিক বিশেষজ্ঞরা বর্তমান টেস্টের ফরম্যাট পর্যালোচনা করেছেন। তারা পৌরনীতি ও ইংরেজি বলার বিষয়টা পুনরায় সাজানোর পরামর্শ দেন। এই ট্রায়াল সিটিজেনশিপ টেস্টের স্ট্যান্ডার্ড ও কোর্সের উন্নয়ন ঘটাবে। এই ট্রায়াল ২০২৩ সালে পাঁচ মাসের জন্য নির্ধারণ করা হবে। সে সময় ইংরেজি বলা ও পৌরনীতি বা সিভিক বিষয়ে নতুন করে সৃষ্ট ফরম্যাটের মাধ্যমে টেস্ট নেয়া হবে। পড়া ও লেখার বিষয় অপরিবর্তিত থাকবে। এই ট্রায়াল কমিউনিটিভিত্তিক সংগঠনসমূহ যারা ইমিগ্র্যান্টদের ইংরেজি শিখায় তাদের মাধ্যমে পরিচালিত হবে। তারা গ্রিনকার্ডধারীদের প্রশিক্ষণ দেবেন। ইউএসসিআইএস এই রেজাল্ট সিটিজেনশিপ টেস্টে পরিবর্তনের সাথে সামঞ্জস্য করে ব্যবহার করতে পারবে। 


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)