বিয়ানীবাজার পৌরসভা সোসাইটির আত্মপ্রকাশ


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 29-12-2022

বিয়ানীবাজার পৌরসভা সোসাইটির আত্মপ্রকাশ

বিভিন্ন  দুর্যোগ  বিপর্যয়ের সময় মানুষের পাশে দাঁড়ানো, মেধাবী দরিদ্র ছাত্রছাত্রীদের লেখাপড়ায়  আর্থিক সাহায্য ও সহযোগিতা, যুক্তরাষ্ট্রে বসবাসরত পৌর সভার অন্তর্ভুক্ত নতুন  আগত  ছাত্রছাত্রীদের হোম ওয়ার্কে  সহযোগিতা করা, পৌর সভার অন্তর্ভুক্ত নতুন  আগতদের ইমিগ্রেশনের ব্যাপারে সহযোগীতা  করা, নিউইয়র্কে বসবাসরত পৌরসভার  অন্তর্ভুক্ত বিভিন্ন লোকদেরকে সম্মাননা  প্রদান করা, বাংলা ভাষা, কৃষ্টি কালচার  তুলে ধরা, প্রত্যেক বছর ঈদ পুনর্মিলনী, পৌর সভার অন্তর্ভুক্ত মৃত ব্যক্তিদের  জানাজার নামাজসহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে গত  ২৫ ডিসেম্বর ওজনপার্কের আল মদিনা  পার্টি  হলে বিয়নীবাজার পৌর সোসাইটি যুক্তরাষ্ট্র ইন্ক গঠনের জন্য বিয়ানীবাজার পৌর এলাকার  লোকজনদের একটি  বৈঠক  বসে। বৈঠকে  সভাপতিত্ব করেন শ্রীধরা গ্রামের আহমদ মোস্তফা বাবুল। মঞ্চে উপবিষ্ট ছিলেন বিয়ানীবাজার সমিতির সভাপতি আব্দুল মান্নান, সাবেক সভাপতি বুরহান উদ্দীন কপিল, গোলাবশাহ সমাজ কল্যাণ সমিতির সাবেক উপদেষ্টা মুজিবুর রহমান তোতা, আব্দুল মতিন, মোহাম্মদ শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী শামসুল আবদীন, বিয়ানীবাজার সমিতির সাবেক সেক্রেটারী শামীম আহমদ, ময়নুল হোসেন, আব্দুল হক মনিয়া।

অনুষ্ঠান পরিচালনা করেন রাজন। সভায় বিয়ানীবাজার পৌর সোসাইটি  গঠনের উপর আলোচনায় অংশ নেন বিয়ানীবাজার সমিতির সাবেক সেক্রেটারি ফখরুল ইসলাম দেলোয়ার, কাওছার আহমদ (শ্রীধরা), আতিকুল হক আহাদ, আমিনুল হক চুনু, হাফিজুর রহমান হীরা, বিয়ানীবাজার সমিতির বর্তমান সেক্রেটারি নজমুল হক মাহবুব, ময়নুল ইসলাম, মোহাম্মদ তুলন, মোহাম্মদ হাছান, আমিনুল হোসেন।

আলোচনা শেষে নতুন সংগঠনের নাম বিয়ানীবাজার পৌর সোসাইটি অব ইউএসএ ইন্ক নাম সর্বসম্মতিক্রমে গৃহিত হয়। সভায় মুজিবুর রহমান তোতা, আব্দুল মতিন, আহমদ মোস্তফা বাবুল, বুরহান উদ্দীন কপিল, শামসুল আবদীন, মোহাম্মদ শাহীন, হেলাল উদ্দিন, ময়নুল হোসেন আমিনুল হক চুনু, মোহাম্মদ তুলন, সাবেক সেক্রেটারী শামীম আহমদ, শামীম আহমদ (নবাং) আগামী  ২ মাসের মধ্যেই কমিটির  নাম  ঘোষণা  করবেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)