অনুপ দাশ ড্যান্স একাডেমির বিজয় দিবস উদযাপন


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 29-12-2022

অনুপ দাশ ড্যান্স একাডেমির বিজয় দিবস উদযাপন

অনুপ দাশ ড্যান্স একাডেমি যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস ২০২২ উদযাপন করেছে। এ উপলক্ষে নিউইয়র্কের ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস মিলনায়তনে গত ২২ ডিসেম্বর সন্ধ্যায় প্রচণ্ড ঝড়বৃষ্টি সত্ত্বেও হলভর্তি মানুষের মুহুর্মুহু করতালির মধ্যে দিয়ে এক মনোজ্ঞ আয়োজন অনুষ্ঠিত হয়। শুরুতে  বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশিত হয়। এরপর বিজয় দিবসের কেককাটা এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধাদের বাংলাদেশের পতাকা ও উত্তরীয় দিয়ে সম্মাননা জানানো হয়।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সিলর মিনিস্টার আয়েশা হক, বীর মুক্তিযোদ্ধা মনজুর আহমদ, আব্দুল সালাম, এম এ নাসের, রথীন্দ্রনাথ রায়, সাংবাদিক শামীম আল আমিন, সাগর লোহানী, আব্দুর রহিম বাদশা। মঞ্চে উপবিষ্ট সবাইকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর মুক্তিযুদ্ধের ওপর সাগর লোহানী’র একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। পুরো সাংস্কৃতিক অনুষ্ঠানটি সাজানো হয়, কবিতা আবৃত্তি, সংগীত এবং স্কুলের ছাত্রীদের মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান দিয়ে। কবিতা ও গান পরিবেশন করেন বেশ ক’জন অতিথি শিল্পী।

সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর পূর্বে আড্ডা’র পরিচালক আলপনা গুহ তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ১৬ ডিসেম্বর বাঙালির গৌরবের দিন। ৩০ লাখ শহিদের আত্মদানের বিনিময়ে লাল-সবুজ পতাকার বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের হাজারো বীরগাথা তথ্য তুলে ধরার মাধ্যমে আড্ডা (অনুপ দাশ ড্যান্স একাডেমি) প্রতিবছর বিজয় দিবস পালন করে থাকে। তিনি স্কুলটি পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেন এবং সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ঝড়বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠানে উপস্থিত হবার জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

অনুষ্ঠানে আড্ডার ছাত্রীদের অনবদ্য নৃত্য পরিবেশনা সবার প্রশংসা কুড়ায়। এতে দেশের গানের সাথে সাথে ৮টি নাচ পরিবেশিত হয়। ছোটদের মধ্যে অংশ নেয় অমৃতা, পারমিতা, রুচি, ত্রিপর্ণা, সংহিতা, সৃষ্টি, জয়িতা, প্রান্তি, আদ্রিকা, শর্বানী, ও সংযুক্তা। তাঁরা ‘ধনধান্যে পুষ্পে ভরা’; ‘কল কল ছলো ছলো’; ‘আজি বাংলাদেশের হৃদয় হতে’; ‘এই সামালো’ পরিবেশন করে। বড়দের পরিবেশনা ছিল অনবদ্য। তারা ‘বল বীর বল চির উন্নত মম শির’; ‘ঠিক যেখানে দিনের শুরু’; ‘ও আমার দেশের মাটি’; ‘উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম’; এবং ‘পূর্বদিগন্তে সূর্য উঠেছে’ ইত্যাদি। অংশগ্রহণে ছিল আড্ডার শিক্ষকা মিথান দেব, নির্মা গোলদার, ঈশানী চৌধুরী, কৃষ্ণা দেব, ঈশা রায়, তিশা রায়, ও অর্পিতা পাল। পুরো নৃত্যানুষ্ঠানের কোরিওগ্রাফি ও পরিচালনায় ছিলেন আড্ডার শিক্ষকা মিথান দেব। আবৃত্তিতে অংশ নেয় সংহিতা, সৃষ্টি, আদ্রিকা, সর্বানী, সংযুক্তা; পরিচালনায় ছিলেন সুমিত্রা সেন এবং সুদেষ্ণা সিন্হা। 

নাচ, গান ও আবৃত্তি সবাইকে মুক্তিযুদ্ধের দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যায়। আড্ডা’র ছোট ছোট বাচ্চাদের নাচ, কবিতা আবৃত্তি সবাইকে মুগ্ধ করে। দরাজ কণ্ঠে সংগীত পরিবেশন ছিলেন অতিথি শিল্পী কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, চন্দন চৌধুরী, তাহমিনা শহীদ ও ভারতী রায়। আবৃত্তি করেন অতিথি শুক্লা রায়, পারভীন সুলতানা, ক্লারা রোজারিও, রওশন হাসান, ছন্দা সুলতানা, জুলি রহমান, সুমিত্রা সেন। তবলায় সহযোগিতায় ছিলেন, তপন মোদক; মন্দিরায়: শহিদ উদ্দিন। শব্দ নিয়ন্ত্রণে: অর্জুন সাহা। সঞ্চালনায় ছিলেন সুরাইয়া আলম ও পল্লব সরকার। সার্বিক তত্ত্বাবধানে বিলাল ইসলাম ও আলপনা গুহ। সহযোগিতায়: মৃদুলা আলম; কিশলয় রায়। আড্ডার শিক্ষিকা ড. সারিকা প্রসাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অপর শিক্ষিকা আভা ভাটনগর রয় আমেরিকার বাইরে থাকায় উপস্থিত থাকতে পারেননি।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)