পেলের মৃত্যুতে ফুটবল বিশ্বে শোকের ছায়া


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 30-12-2022

পেলের মৃত্যুতে ফুটবল বিশ্বে শোকের ছায়া

কিংবদন্তি ফুটবলার পেলে আর বেচে নেই। সাও পাওলোর একটি হাসপাতালে বৃহস্পতিবার তার মৃত্যু হয়। এ সময় তার বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন থেকেই অসুস্থ ছিলেন পেলে। তিনবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলীয়ান এ ফুবটল যাদুকরের মৃত্যুতে গোটা বিশ্বে শোকের ছায়া। বিভিন্ন গ্রেট ফুটবলার, সংগঠক, বিভিন্ন সংগঠন পেলে মৃত্যুতে শোকবানী দিয়েছেন। 

এক বছরের বেশি সময় ধরে কোলন ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে শেষ পর্যন্ত পরাস্ত হলেন। 


হাসপাতালের বেডে পেলে/ছবি সংগৃহীত 


তার শারীরিক অসুস্থতার ক্রমাবনতির কারণে কাতার বিশ্বকাপে উপস্থিতও হতে পারেননি এবার পেলে। বড়দিনেও হাসপাতালের বেডে শুয়ে পরিবারের সদস্যদের নিয়ে সময় কাটিয়েছেন।  এর আগে গত ২৯ নভেম্বর ক্যানসার আক্রান্ত পেলেকে ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়। 

পরিবারের বরাতে বিবিসি জানায়, দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পেলে। 


সাবেক ফিফা সভাপতি সেফ ব্লাটারের সঙ্গে েএকটি মুহুর্ত/ছবি সংগৃহীত 

প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)