ইমিগ্রেশনের জন্য ডেমোক্রেট নিয়ন্ত্রিত কংগ্রেস ছিল হতাশাব্যঞ্জক


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 04-01-2023

ইমিগ্রেশনের জন্য ডেমোক্রেট নিয়ন্ত্রিত কংগ্রেস ছিল হতাশাব্যঞ্জক

বাইডেন আমলের প্রথম কংগ্রেস (১১৭তম কংগ্রেস) অনেক সফলতা অর্জন করেছে, কিন্তু ইমিগ্রেশন সংস্কারের ক্ষেত্রে কংগ্রেস কোনো অগ্রগতি সাধন করতে পারেনি। লাখ লাখ ড্রিমারদের ভাগ্য অপরিবর্তিত রয়েছে। এখন তাদের ভাগ্য রক্ষণশীল রিপাবলিকানদের হাতে। 

গত দু’বছর ধরে অনেক ইমিগ্রেশন সংস্কার বিল আইনসভার পেছনে পড়ে রয়েছে। অনেক সময় তা জাতীয় দৃষ্টি আকর্ষণ করেছে, কিন্তু যথাসময়ে নেতারা তাতে জ্বালানি দেয়নি। দুটি প্রধান বিল হাউজ ২০২১ সালের মার্চ মাসে ক্লিয়ার করেছে। কিন্তু সিনেটে তা পাস করতে সিনেটের প্রয়োজনীয় ৬০ ভোট কখনো পাওয়া যায়নি। 

ড্রিম অ্যান্ড প্রমিজ আইন বৈধ হওয়ার পথের দিশা দিয়েছিল। অবশেষে তারা নাগরিকত্ব পেতো। এদের মধ্যে ২০ লাখ টিপিএস বা টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের লোক, ড্রিমারস, কাগজপত্রবিহীন ইমিগ্র্যান্ট যারা এদেশে শিশু হিসেবে এসেছে তারাও অন্তর্ভুক্ত ছিল।

ফার্ম ওয়ার্ক ফোর্স মডারনাইজেশন অ্যাক্ট (এফডব্লিউএমএ) মাইগ্র্যান্টদের লেবার মার্কেট নবায়ন করতে সহায়ক হতো। তাতে অ্যাগ্রিকালচারাল ভিসা সিস্টেমে একটা পরিবর্তন আসতো। অবৈধ ওয়ার্ক ফোর্স নিয়োগে কঠোর বাধা আরোপ হতো এবং তাতে লাখ লাখ কৃষিকর্মীর নাগরিকদের পথ সৃষ্টি হতো। 

ড্রিম অ্যান্ড প্রমিজ অ্যাক্ট সকল ডেমোক্রেট ও ৯ জন রিপাবলিকানের সমর্থনে এবং এফডব্লিউএমএ, একজন ডেমোক্রেট ব্যতীত সকল হাউস ডেমোক্রেট ও ৩০ জন রিপাবলিকানের সমর্থনে পাস হয়েছিল, কিন্তু তা সিনেটে পাস হয়নি। প্রয়োজনীয় ৬০ ভোট না পাওয়ায় গত গ্রীষ্ম পরবর্তীতে প্রেসিডেন্ট বাইডেন বিল্ড, ব্যাক বেটার বিল বা ৩.৫ ট্রিলিয়ন ডলার এবং সামাজিক প্যাকেজ পাস করান। এই বিলে কোনো রিপাবলিকান সমর্থন লাগেনি, যেহেতু তা বোঝাপড়ার মাধ্যমে এগিয়েছিল। আর ডেমোক্রেটরা নিজেদের মধ্যে ফাইট করে এর সাইজ ১.৭ ট্রিলিয়ন ডলারে নামিয়ে আনে। তিনজন ডেমোক্রেট তাতে ড্রিমারস অপশন না থাকায় ভোট দেয়নি। এর মধ্যে ২০২২ চলে যাওয়ায় বিল দুটি ফ্রিজ হয়ে যায়। 

এখন নতুন করে এ বিল নিয়ে আলোচনা শুরু হয়েছে। ডেমোক্রেট ও রিপাবলিকানরা আলোচনা চালাচ্ছে। ডেমোক্রেট সিনেটর সিনেমা এখন স্বতন্ত্র। তার স্বতন্ত্র হওয়ার কারণ ইমিগ্রেশন বিল। তিনি ডেমোক্রেটদের অনেক ক্ষেত্রে সমর্থন করেন না। 


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)