গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সোচ্চার থাকবে গণফোরাম


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 05-01-2023

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সোচ্চার থাকবে গণফোরাম

অবস্থান কর্মসূচী সফল করতে গণফোরামের প্রস্তুতি সভা বুধবার ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জনাব হাবিবুর রহমান বুলুর সভাপতিত্বে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে গণফোরাম সাধরণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন- দেশের হাজার হাজার কোটি টাকা নানান খাতে ভর্তুকীর নামে লুটপাট করছে বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার। দেশের বর্তমান সংকট রাজনৈতিক সংকট তা উত্তরণে দলমত নির্বিশেষে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলে নিরপেক্ষ নির্দলীয় সরকারের দাবি আদায় করতে হবে। গণফোরাম গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সবসময়ই সোচ্চার থাকবে।


এসময় আরও উপস্থিত ছিলেন গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ. কে. এম. জগলুল হায়দার আফ্রিক, সভাপতি পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক এবং যুব ও ক্রিড়া সম্পাদক তাজুল ইসলাম, ছাত্র সম্পাদক মোঃ সানজিদ রহমান শুভ, কেন্দ্রীয় কমিটির সদস্য কামাল উদ্দিন সুমন, জান্নাতুল মাওয়া প্রমুখ।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)