শীতের শুষ্ক আবহাওয়ায় ত্বক সুরক্ষা!


বিনোদন প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 05-01-2023

শীতের শুষ্ক আবহাওয়ায় ত্বক সুরক্ষা!

শীতের শুষ্ক আবহাওয়ায় ত্বক রুক্ষ হয় যায় সকলেরই। এই আবহাওয়াতেই পার্টি। পিকনিক। বিয়ের মওসুম,আরো কত কি! এসময়ই মেতে ওঠেন খুশীতে,আনন্দে সকলে। কিন্তু রুক্ষ ত্বকে মেকআপ করলে, কোনও প্রোডাক্টই ঠিকমতো বসে না। যা সুন্দর করে তোলার বদলে, আরও অস্বস্তিতে ফেলে। শীতে মেকআপের পরেও কিন্তু ত্বক পেলব, স্বাস্থ্যোজ্জ্বল দেখাতে পারে। তার জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস। প্রয়োজনে দেখতে পারেন- 


১. মেকআপের শুরুতে ত্বকের ধরন অনুযায়ী ময়শ্চারাইজার ব্যবহার করুন। পরিমিত পরিমাণ ময়শ্চারাইজার নিয়ে, তা ভালভাবে মাসাজ করুন। রক্ত সঞ্চালন বাড়লে, ত্বক স্বাভাবিকভাবেই উজ্জ্বল দেখায়। 

২. শীতকালে ত্বক খসখসে, রুক্ষ হয়ে যায় এমনিতেই। তাই এই সময় অতিরিক্ত পাউডার যুক্ত প্রোডাক্ট এড়িয়ে চলুন। বদলে ক্রিম বেসড প্রোডাক্ট বেছে নিন এই ঋতুতে। 

৩. পাউডার হাইলাইটারের বদলে, লিকুইড হাইলাইটার ব্যবহার করুন। হালকা রঙের ব্লাশ মিশিয়েও ব্যবহার করতে পারেন। 

৪. দিনের বেলায় ফাউন্ডেশনের বদলে টিন্ট ব্যবহার করুন। নো মেকআপ লুক তৈরি করতে এর বিকল্প আর কিছু নেই। 



৫. ফাউন্ডেশন বা টিন্ট ব্যবহারের আগে প্রাইমার অবশ্যই ব্যবহার করুন। তবে শীতের সময় ম্যাট প্রাইমার ব্যবহার না করাই ভাল। 

৬. দিনেবেলায় চড়া মেকআপ একেবারেই মানায় না। বরং যেকোনও পোশাকের সঙ্গেই হালকা মেকআপ লুক মানানসই। 

৭. দাগছোপহীন, পরিষ্কার, উজ্জ্বল ত্বক পেতে কার না ইচ্ছে করে! মেকআপ করার আগে ও পড়ে ত্বক পরিষ্কার রাখতে ভুলবেন না। বিশেষত মেকআপের পরে ভালভাবে ত্বক পরিষ্কার করা অত্যন্ত জরুরি। 

তথ্যসূত্র: আজকাল 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)