বিএনপি-জামায়াত নিষেধাজ্ঞা জারিতে ইন্ধন জুগিয়েছে


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 14-04-2022

বিএনপি-জামায়াত নিষেধাজ্ঞা জারিতে ইন্ধন জুগিয়েছে

১৮১৯ সালে হাজী শরিয়তুল্লাহ, ১৮৩২ সালে তিতুমীর এবং পরবর্তীতে নেতাজী সুভাষ বসু, মাস্টার দা সূর্যসেন-প্রীতিলতা ওয়েদ্দেদার বাঙালির স্বাধীনতার জন্য লড়াই করেছেন, জীবন উৎসর্গ করেছেন। কিন্তু শেষ পর্যন্ত টুঙ্গিপাড়ার শেখ মুজিবের নেতৃত্বেই বাঙ্গালী তার হাজার বছরের ইতিহাসে প্রথমবার স্বাধীনতা অর্জন করেছে। একটি জাতির স্বাধীনতা অর্জনের ধারাবাহিক ইতিহাস থাকে। দীর্ঘ সংগ্রামের পথ বেয়ে স্বাধীনতা আসে সেই জাতির। তাই কেউ হুট করে স্বাধীনতার ঘোষক বনে যেতে পারেনা না। জিয়াউর রহমানও তাই জানতেন বলেই জীবিত অবস্থায় কখনো তা দাবি করেননি। তিনি ‘বঙ্গবন্ধুর নামে স্বাধীনতা ঘোষণার পত্রটি পাঠ করেছেন। যেটা তার আগে আরো কয়েকজন পাঠ করেছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল হক হানিফ নিউইয়র্ক সফরে এসে এসব কথা বলেন।

গত ৭ এপ্রিল জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় কেন্দ্রীয় এই নেতা আরো বলেন, প্রবাসে কঠিন জীবন যাপনের পাশাপাশি রাজনীতি করতে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। কিন্তু নিজেদের মধ্যে কলহ-বিভেদ করে সংগঠনকে দুর্বল করলে প্রতিপ শক্তিশালী হয়ে দেশের ও সরকারের বিরুদ্ধে অপ্রচার চালিয়ে যেতে সুযোগ পায়। এরই ফলে বিএনপি-জামায়াত ও দেশবিরোধী অন্যান্য শক্তি সরকারকে অপদস্ত করতে গিয়ে দেশের তি করছে। সন্ত্রাস ও উগ্রমৌলবাদ দমনে আকাশচুম্বী সাফল্য দেখিয়ে যে র‌্যাব সারা বিশ্বে ভ‚য়সী প্রশংসা পেয়েছে সেই র‌্যাবের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপ্রচার করে যুক্তরাষ্ট্রে র‌্যাবের বিরুদ্ধে যারা নিষেধাজ্ঞা জারিতে ইন্ধন জুগিয়েছে তারা বাংলাদেশের শত্রæ। বাংলাদেশের এগিয়ে যাওয়া ও উন্নয়ন তাদের তাদের গ্রাত্রদাহের কারন।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় মতবিনিময় সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সংপ্তি বক্তব্য রাখেন।

সভাপতির স্বাগতিক বক্তব্যে ড. সিদ্দিকুর রহমান বর্তমান পরিস্থিতিতে এবং আগামী জাতীয় নির্বাচনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের করণীয় বিষয়ে কেন্দ্রীয় নেতা মাহবুবুল হক হানিফকে দিকনির্দেশনা দেবার আহ্বান জানান।


অনুষ্ঠানে সুধীর একাংশ

কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুবুল হক হানিফ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নেই। আপসহীন নামধারী নেত্রী খালেদা জিয়া সরকারের সাথে ‘আপস’ করে শেষ খাসিনার অনুকম্পায় জেলের বাইরে থাকার সুযোগ পেয়েছেন। দুর্নীতির অভিযোগে সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি কখনও মতায় আসতে পারবে না। তেমনি পলাতক আসামি তারেক জিয়ার নেতৃত্বেও বিএনপি আর মতায় আসতে পারবে না। বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগ আগামীতেও মতায় আসবে জননেত্রী নেতৃত্বে। দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই- আর তাই আগামীতেও শেখ হাসিনার সরকার গঠনে ভ‚মিকা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পরে প্রবাসীদের স্ব স্ব অবস্থান থেকে কাজ করে যেতে আহ্বান কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল হক হানিফ। হানিফ বলেন, প্রবাস থেকে নিজ নিজ এলাকার মানুষকে উদ্বুদ্ধ করতে আওয়ামী লীগের নৌকায় ভোট দিতে।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুদ্দিন আজাদ, লুৎফুল কবির, যুগ্ম সম্পাদক আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মহিউদ্দিন, আব্দুল হাসিব মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দুলাল মিয়া এনাম, কৃষিবিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, প্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান আলী, যুব সম্পাদক মাহবুবুল আলম টুকু, উপ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সদস্য- সাহানারা রহমান, জহিরুল ইসলাম, আলী হোসেন গজনবী, আব্দুল হামিদ, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলী, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সভাপতি জেহাদুল হক জেহাদ, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরী, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক স্বীকৃতি বড়–য়া, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাদিক রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ, নিজাম উদ্দিন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক শাখাওয়াত বিশ্বাস, ব্রæকলিন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, যুক্তরাষ্ট্র শ্রমিকলীগের সভাপতি আজিজুল হক খোকন, সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বা

য়ক তারিকুল হায়দার চৌধুরী, যুবলীগ নেতা মো সেবুল মিয়া, মোহাম্মদ ওয়াহিদ, রহিমুজ্জামান সুমন, গনেশ কীর্তনিয়া, আর কে লস্কর, আ স ম খালেদুর রহমান সবুজ, ইমরুল কায়েছ, নিরলব নিতাই, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আশরাফ উদ্দিন, এবাদুর রহমান, যুগ্ম সম্পাদক কিবরিয়া জামান সবুজ, প্রচার সম্পাদক সাইফুল আলম, যুক্তরাষ্ট্র ছাত্র লীগের সাবেক সভাপতি জেড জয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মওলানা রহমতউল্লাহ।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)