বিএনপির গণ অবস্থান কর্মসূচী নয়াপল্টনে


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 10-01-2023

বিএনপির গণ অবস্থান কর্মসূচী নয়াপল্টনে

বুধবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনের একপাশের সড়কে চার ঘন্টার অবস্থান কর্মসূচি করবে বিএনপি। রাতে বেইলি রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএসপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সাথে বৈঠকের পর সাংবাদিকদের কাছে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন পুলিশের অনুমতি পাওয়ার কথা জানান।

‘‘ আমরা সকাল ১০ থেকে বেলা ২টা পর্যন্ত নয়া পল্টনে আমাদের কেন্দ্রৗয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবো। পুলিশের অনুমতিও আমরা পেয়েছি। আমরা এই শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি করব।”


 এর আগে অধ্যাপক জাহিদ দলের আইন বিষয়ক সম্পাদক কায়সার কামালকে নিয়ে ডিএমপি কার্যালয়ে যান। তারা কমিশনারের সাথে বৈঠক করেন ডিএমপির কমিশনার খন্দকার গোলাম ফারুক সাংবাদিকদের বলেন, ‘‘ যান চলাচল স্বাভাবিক রেখে এই কর্মসূচি পালন করতে বলা হয়েছে। যান চলাচলে বিঘ্ন ঘটলে এর দায়-দায়িত্ব তাদেরকেই নিতে হবে।” সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে বিএনপিসব বিরোধী জোটগুলো আলাদাভাবে বুধবার ঢাকাসহ বিভাগীয় শহরে অবস্থান কর্মসূচির করবে। এর আগে তারা যুগপতভাবে গণমিছিলের কর্মসূচিও করেছে।

বিএনপি নয়া পল্টনের সড়কের একপাশে , গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেসক্লাবের সামনে, ১২ দলীয় জোট বিজয় নগর পানি ট্যাংকের সামনে, জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টনে প্রতীম হোটেলের কাছে অবস্থান কর্মসূচি পালন করবে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)